অনেক প্রেমের সম্পর্কেই পার্টনারের মুড বুঝতে বুঝতে বছরখানেক পার হয়ে যায়, আবার অনেক সম্পর্কে দেখা যায় যে সারা জীবনেও এরা একজন আরেকজনের মুড বুঝতে পারে না। পার্টনারের মুড যেন বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়েও বেশি রহস্যময়। তাই পার্টনারের মুড নিয়ে এই গোলকধাঁধায় ঘোরাঘুরি না করে আমাদের আজকের কুইজ খেলে জেনে নিন, আপনার পার্টনারের মুড আসলে কোন লেভেলের।