এই গরমে যে ১০টি কারণে ছেলেদেরও পালাজো পরা শুরু করা উচিত
আরামদায়ক পোষাক হিসেবে লুঙ্গীর এতদিন জয়জয়কার ছিলো চারদিকে। দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়েছে লুঙ্গীর এই খ্যাতি। এদিকে বেশ কয়েকবছর ধরে আরামদায়ক পোষাক হিসেবে প্লাজো মাথা তুলে দাঁড়াতে চাচ্ছে। কিন্তু প্লাজোকে শুধুমাত্র মেয়েদের পোষাক হিসেবে আখ্যায়িত করে একপাশে ফেলে রাখায় কাঙ্খিত সাফল্য প্লাজোর কপালে জুটেনি। প্লাজো পড়ে রয়েছে আন্ডাররেটেড হিসেবে। কিন্তু তাই বলে আমরা তো বসে থাকতে […] More