টেকআউটে মেকআউট করতে গিয়ে ধরা খেলেন বগুড়ার কুদ্দুস ও তার জাস্টফ্রেন্ড
টেকআউটে মেকআউটে করতে গিয়ে জাস্টফ্রেন্ডসহ ধরা খেয়েছেন বগুড়ার কুদ্দুস নামের এক তরুণ। জানা যায় বিকালে জাস্টফ্রেন্ডকে নিয়ে বার্গার খেয়ে লুতুপুতু করার জন্য তিনি টেকআউটে যান। কিন্তু গিয়ে রীতিমত মেকআউট শুরু করে দেওয়ায় তাদের সেখান থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় কুদ্দুসের জাস্টফ্রেন্ড তাকে তাজ্য করেছেন বলে জানা যায়। তবে ঘটনার পর […] More














