জীবনকে আনন্দময় করার জন্যে অথবা একাকীত্ব দূর করতে গিয়ে কারও সাথে প্রেমের সম্পর্কে জড়ানো কি সত্যিই অনেক বেশি গুরুত্বপূর্ণ? কেউ বলবেন হ্যা, কেউ বলবেন হলেও চলে না হলেও চলে আবার কেউ কেউ বলবে একা থাকাই সবচেয়ে আনন্দের। তবে আমি বলবো, একাকিত্ব দূর করতে স্রেফ কাছের বন্ধুবান্ধবই যথেষ্ট। কারণ মনের মতন পার্টনার খুঁজে পাওয়া আর পুকুরের জলে সুঁই খুঁজে বেড়ানোর মধ্যে সত্যিই কোনো পার্থক্য নেই। কিন্তু সত্যিই যদি সুঁইয়ের খোঁজ পেয়ে যান তাহলে আপনি নিশ্চয়ই চাঁন কপাল নিয়ে জন্মেছেন তা আমাকে স্বীকার করতেই হবে। আর না পেলে নিজেকে আবার কপালপোড়া ভেবে ভুল করবেন না যেন। কারণ একটু কাছ থেকে দেখলে আমার মত আপনিও বুঝতে পারবেন যে আপনার পরিচিতদের মাঝে যারা প্রেমের সম্পর্কে জড়িত তাদের থেকে অনেক বেশি আনন্দে আছেন আপনি নিজেই। কিন্তু কিভাবে আনন্দে আছেন তা মিলিয়ে নিন নিচে দেয়া সিচুয়েশন থেকে আর সেই সাথে জেনে নিন কেন সিঙ্গেল থাকাটাই সত্যিকার অর্থে উত্তম!
১. রাতের পর রাত জেগে ভালবাসার মানুষের রিপ্লাইয়ের জন্য ঘুম হারাম করতে হয় না!
via GIPHY
২. পকেটের অবস্থা নিয়ে চিন্তার কোনো কারণই নেই
via GIPHY
৩. মোবাইলের কলরেট বাড়ুক কিংবা কমুক। আমার কি? আমার কিছুই যায় আসে না!
via GIPHY
৪. ভালোবাসার মানুষের বন্ধুবান্ধব/আত্মীয়স্বজনের পটানোর ধার ধারিনা!
via GIPHY
৫. প্রেমিক/প্রেমিকাদের মতো অত নেকামি করা থেকে ১০০% রেহাই!
via GIPHY
৬. কারও কথা মাথায় নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে হয় না! আড্ডা যখন দেই পুরোপুরি খোশমেজাজেই দেই!
via GIPHY
৭. নিজের ইচ্ছে মত খাওয়ার মেনু ও পছন্দের মুভিটাই দেখা যায়। আরেকজনের মতামত এর বেইল দেই না।
via GIPHY
৮. রেগুলার কাজ কর্মের জন্য কারো পারমিশন নেয়ার কোনো প্যারা নেই!
via GIPHY
৯. ইচ্ছে মত যার তার সাথে টাংকি মারা যায়। এমনকি যখন খুশি, যতদিন খুশি!
via GIPHY
১০. আসল কথা হলো সিঙ্গেল থাকা মানে অঢেল সময় নিয়ে কাজ করা যায়। যেখানে খুশি, যখন খুশি ঘুরে বেড়ানো যায়।
via GIPHY
১১. যতদিন খুশি গোসল না করে বডি স্প্রে দিয়ে কাজ চালিয়ে নেয়া যায়।
via GIPHY
১২. যেকোনো জামা কাপড় টানা তিন চারদিন পরা যায়। অযথাই কষ্ট করে কয়েকদিন পরপর ধোয়ার কোনো ঝামেলা নেই।
via GIPHY
১৩. নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড নিয়ে কারও সাথে লেনদেনে যেতে হয় না!
via GIPHY
১৪. কারও কাছে ধরা খাওয়ার চিন্তা নিয়ে রাস্তাঘাটে বের হতে হয় না
via GIPHY
১৫. সারাক্ষন নিজেকে জাহির করার অতিরিক্ত ঝামেলা পোহাতে হয় না
via GIPHY
কি হিংসে হয়? আমার মতো হতে চান? 😛