in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

যে ৬টি কারণে ফোনে কম স্টোরেজ থাকাই বরং ভাল

128 gb নাকি 256 gb? আরে ধুর, 64 gb দিয়ে কি চলে নাকি? স্মার্টফোনে কত বেশি স্টোরেজ দেওয়া যায় এ নিয়ে ফোন কোম্পানির মধ্যে এখন প্রচুর কম্পিটিশন। অথচ ফোনে স্টোরেজ যত কম বেশ কয়েকটা ব্যাপার চিন্তা করলে তা আপনার জন্য তত ভালোই।

১. মিউজিক, মুভি বা যেকোনো ভিডিও স্ট্রিমিং সবই এখন অনলাইনেই সম্ভব

via GIPHY

 

২. ফোনের স্টোরেজ কম থাকলে ফোনে অপ্রয়োজনীয় জিনিসপত্র তত কম থাকে

via GIPHY

 

৩. কম স্টোরেজের ফোনের গ্যালারিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর প্রেশিয়াস মোমেন্টগুলোই কেবল জায়গা পায়

via GIPHY

 

৪. কম স্টোরেজকে এক্সকিউজ হিসেবে ইউজ করে অন্যদের একগাদা ছবি তুলে দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়

via GIPHY

 

৫. স্টোরেজ কম হওয়ায় বেশিরভাগ জিনিস ক্লাউডে রাখা থাকে বলে ফোন হারিয়ে গেলেও চিন্তা নেই

via GIPHY

 

৬. স্টোরেজ কম হওয়ায় টাইম কিল করার মতো বেশি কিছু ফোনে থাকে না, ফলে সময়ও বাঁচে

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনার সুপার পাওয়ার কোনটি

যে ৮টি One Liner Horror story-এর সাথে প্রায় সবাই পরিচিত