এমন কিছু মুহুর্ত আমাদের জীবনে আসে যেগুলো কেন কিভাবে কি জন্য হয়তা বুঝতে পারাটা আসলেই মুশকিল। কোন কারণ বা ব্যাখ্যাও ঠিক দাঁড়া করানো যায় না। সে সব রহস্যময় পরিস্থিতি গুলো নিয়ে আজকের এই লিস্ট:
১। যখন আপনি সব জায়গা তন্নতন্ন করে দেখেও কোন কিছু একটা খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনার মা এসে কয়েক সেকেন্ডে সেটা খুঁজে পেয়ে যান!
২। ক্লাসে বোরিং লেকচার বা কোন মিটিং এ আধা ঘন্টা ধরে বসে থাকার পর ঘড়িতে তাকিয়ে দেখেন মাত্র পাঁচমিনিট হয়েছে!
৩। যে দিন আপনি রীতিমতো ঘরের পোষাক পরেই খুব বাজে অবস্থা নিয়ে বাসা থেকে বের হন আর ঐ দিনই পুরান বন্ধু অথবা ক্রাশের সাথে দেখা হয়ে যায়!
৪। যে দিন ছাতা নিয়ে বের হন না ঐ দিনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়।
৫। অন্য সব রাতে হাজার চেস্টা করেও ঘুমাতে পারেন না কিন্তু পরীক্ষার আগের রাতে যখন অনেক পড়া থাকে তখন কিভাবে কিভাবে যেন ঘুমে চোখ বন্ধ হয়ে আসে!
৬। যখন ব্যস্ত থাকেন তখনই কেন জানি সবাই আপনাকে ফোন দেয় বা দেখা করতে চায়, কিন্তু যখন ফ্রি থাকেন তখন তাদের আর খবর থাকে না!
৭। খুব সিরিয়াস কোন মোমেন্ট এ হঠাৎ কোন এক বিচিত্র কারণে হাসি পেয়ে যায়, আর অনেক চেষ্টা করেও হাসি আটকানো যায় না।
৮। পরীক্ষার হলে ঢুকার ঠিক আগেই যে প্রশ্নের উত্তর রিভাইস করে আসলেন, খাতায় লেখার টাইমে সেটা কিছুতেই মনে আসে না বরং পুরানো কোন গানের লাইন মাথায় ঘুরতে থাকে!
৯। সকালে অ্যালার্মে ঘুম ভাঙার পরে যখন মাত্র পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করেন কিন্তু চোখ খোলার পর দেখেন পঞ্চাশ মিনিট হয়ে গেছে!!
১০। যেই দিন জরুরি ক্লাস কিংবা মিটিং থাকে সেই দিনই কোন না কোনো ভাবে লেট হয়ে যায়