in , , ,

মাইরালামাইরালা

প্রেম, প্রেমিক, প্রেমিকা ও সোশ্যাল মিডিয়ায় প্রেম জনিত কিছু আদব-কায়দা : ২০১৯ সংস্করণ

কবিগুরু রবীন্দ্রনাথের চরিত্র চন্দ্রকান্ত বলেছিলেন, “ভালোবাসার থার্মোমিটারে তিন মাত্রার উত্তাপ আছে । মানুষ যখন বলে ‘ভালোবাসি না’ সেটা হল ৯৫ ডিগ্রি , যাকে বলে সাবনর্মাল। যখন বলে ‘ভালোবাসি’ সেটা হল ৯৮.৪ ডিগ্রি, ডাক্তাররা যাকে বলে নর্মাল, অর্থাৎ একেবারে কোনো বিপদ নেই। কিন্তু প্রেমজ্বর যখন ১০৫ ডিগ্রি ছাড়িয়ে যায় তখনই বিপদ। কারণ যারা প্রবীণ ডাক্তার তারা বলে এটাই হল মরণের লক্ষণ।” আসলে তখন উঠতো ১০৫ ডিগ্রি প্রেমজ্বর আর এখন উঠে ১০৫ স্ন্যাপচ্যাট স্ট্রিক। তখন প্রেম ভাঙত একজনের সাথে অন্যের শেষ দেখা দিয়ে আর এখন হয় নেটফ্লিক্সের পাসওয়ার্ড বদলানো দিয়ে। যুগে যুগে সবই পাল্টায়, পাল্টিয়েছে প্রেম করবার ধরনও। তাই নিচে থাকছে ২০১৯ এর এই সোশ্যাল মিডিয়ার যুগে কিভাবে প্রেম প্রকাশ করবেন তার কিছু টিপস। প্রথমেই জেনে নেয়া যাক, ছবি তোলার প্রসঙ্গ নিয়ে। যেহেতু ছবিই হলো সোশ্যাল মিডিয়ার মূল উপাদান-

 

১. শুরুতেই নিজের একান্ত প্রোফাইল পিকচারটি বদলে দুইজনের একত্রিত একটি ছবি দিয়ে সবাইকে জানান দিন যে আপনি কিছুদিনের মধ্যেই নতুন নতুন গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন

via GIPHY

 

২. প্রেম যখন একদমই শুরু শুরু, তখন শুধু হাত, পা, চোখ, নখ, আঙ্গুল, কানের লতি এইসবের ছবি পোস্ট করুন।

via GIPHY

 

৩. সস্তা হোক আর দামী হোক, যেকোনো রেস্টুরেন্টে খাবার সামনে নিয়ে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড ডানে, বামে, উপরে, নিচে তাকায় আছে এমন ছবি পোস্ট করুন

via GIPHY

 

৪. যেহেতু প্রেমে পরলে সবাই ফিতা বাঁধতে ভুলে যাই, সেহেতু গার্লফ্রেন্ডের হীলে ফিতা থাকুক আর না থাকুক, ফিতা বেঁধে দিচ্ছেন এমন ছবি তুলে পোস্ট করে বাকিদের বুঝিয়ে দিন আপনি একটু বেশিই কেয়ার করেন।

via GIPHY

 

৫. গার্লফ্রেন্ডের ব্যাগ আপনি বহন করছেন এমন ছবি তুলতে বন্ধুদেরকে আগে থেকেই বলে রাখুন।

via GIPHY

 

৬. যে কোন একজন অন্য আরেকজনের দিকে হাঁ করে তাকিয়ে আছেন কিন্তু অন্য জনের হুশই নাই এমন ছবি তুলে “ক্যান্ডিড” লিখে পোস্ট করে দিন

via GIPHY

 

৭. অথবা একজন অন্যজনের দিকে ইচ্ছা করেই তাকিয়ে আছেন এমন ছবি তুলুন, এরপর গুগল থেকে বের করা দুটি ইংলিশ কবিতার লাইন লিখে পোস্ট করে দিন। কবিতার কবিকে না চিনলেও চলবে।

via GIPHY

 

৮. এছাড়াও বন্ধুবান্ধবের কাছে তোলা কিছু ছবিতো পাবেনই। অতএব, যখন-তখন যেখানে-সেখানে যেকোনো পোজের ছবি পান সবই একের পর এক পোস্ট করতে থাকুন

via GIPHY

 

আচ্ছা এবার তাহলে জেনে নিন কে-কাকে বেশি ভালোবাসেন সেটা প্রমান করবেন কিভাবে, তার কিছু টিপস:

– ১. গার্লফ্রেন্ডের ২৪/৭ স্ন্যাপ করার যন্ত্রনায় জীবনটা তেজপাতা হয়ে গেলেও চুপচাপ তা সহ্য করতে থাকুন। তারপর যখন গার্লফ্রেন্ড “বাবু কখনো রাগ করে না” ক্যাপশন দিয়ে পোস্ট করবে তখন সুন্দর করে হার্ট ইমোজি দিয়ে রিপ্লাই দিন।

via GIPHY

 

২. আম জনতার সকল ধরণের বিরক্তিকে উপেক্ষা করে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটের স্ক্রীনশট নিয়ে যতগুলো সোশ্যাল মিডিয়ার স্টোরি আছে ওখানে পোস্ট করে প্রমান করুন যে আপনি তাকে তার চেয়েও বেশি ভালোবাসেন।

via GIPHY

 

৩. এনিভার্স্যারিতে গার্লফ্রেন্ডের জন্য গান গেয়ে ভিডিও করে একদম ঠিক ১২ টা ১ মিনিটে তার ওয়ালে পোস্ট করুন। ঐ গান যে মানুষ তো দূরে থাক, পশু-পাখি, গাছপালাও শুনবেনা এইসব ভাবার কোনো দরকার নাই

via GIPHY

 

৪. ঈদ কিংবা পূজা হোক, বড়দিন কিংবা যেকোনো শোক দিবস হোক দুজনে বেছে বেছে ঠিক একই রঙের কাপড় পরুন । তাতেও যদি শখ না মিটে তাহলে একই কাপড় কিনে দুজনে পরুন।

via GIPHY

 

তবে কেউ যদি জিজ্ঞেস করে সোশ্যাল মিডিয়ার বাইরে কি করেন? তাহলে বলবেন – কিছুই করার দরকার নেই …

via GIPHY

What do you think?

Written by Rahmata Islam Jafrin

আমি বিশ্ববিদ্যালয় না, ইউনিভার্সিটির শিক্ষার্থী
আমি চিনি নাকো বুদ্ধদেব, চিনি স্টিফেন কিং
আমি আব্বু আম্মুর মস্ত বড় ভুল
যতই চৌধুরী সাজার চেষ্টা করি, শেষ পর্যন্ত হই আবুল

বিশ্ব বিখ্যাত ব্যক্তিদের ১৩টি উক্তি যা ১০০% ভুয়া

মায়ানমারকে আমরা স্বেচ্ছায় যা দিয়ে দিতে চাই