সফলতার পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল অর্থটাই হারিয়ে ফেলছেন না তো?
সফলতার পিছে ছুটতে গিয়ে কখনো কখনো আমরা জীবনের আসল অর্থটাই হারিয়ে ফেলি। অথচ আমাদের অনেকেই ভুলে যায় যে জীবন একটাই এবং টাকা পয়সাই জীবনের সকল সুখের উৎস নয়। মাঝে মাঝে এমন অতিরিক্ত সফলতার আকাঙ্খা আমাদেরকে অন্ধ করে ফেলে। তাই সাবধান সাধু! এমন অন্ধত্ব কিন্তু আপনার আপনিকে কেড়ে নিয়ে আপনাকে ঠেলে দিতে পারে জীবন নামের গোলকধাঁধায়। […] More