in , ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

আপনি কি বাংলার সুপার হিউম্যান? এক্কেবারে বিনামূল্যে, ৭টি বিশেষ কৌশলে এক্ষুনি টেস্ট করুন

দুনিয়ার সব মানুষেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে। যেমন ধরুন কেউ হয়তো তার লেখা দিয়ে মানুষকে হাসাতে বা কাঁদাতে পারে, কেউ আড্ডার প্রাণ, কারো পেটে বোম মারলেও মুখ দিয়ে শব্দ বের হয়না আবার কেউবা অবৈতনিক মোটিভেশনাল স্পিকার। এমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য কিংবা গুণ মানুষকে শুধুই ‘হিউম্যান’ বা সাধারণ মানুষ করে তোলে। তবে হ্যাঁ এসব সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে আছে কিছু অতিমানব বা সুপারহিউম্যান। যেমন করে ‘সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া নয়’ তেমনি সব সুপারহিউম্যানই হিউম্যান কিন্তু সব হিউম্যান সুপারহিউম্যান নয়। সুপারহিউম্যানদের সংখ্যা বেশ নগন্য তাই তাদের দেখা মেলা ভার। আপনার আশেপাশে কেউ সুপারহিউম্যান কিনা তা কিন্তু আপনি বুঝে ফেলতে পারেন খুব সহজেই। আবার কে জানে হয়তো আপনি নিজেই একজন সুপারহিউম্যান কিন্তু এতদিন ঠিক বুঝে উঠেননি। তাহলে জেনে আসা যাক আপনি সুপারহিউম্যান কিনা।

 

১. বন্ধুকে ‘দোস্ত ৫ মিনিটে আসছি’ বলার পর আপনি ৫ মিনিটেই তার কাছে পৌঁছে যান

বাঙালির সময়জ্ঞানহীনতা নিয়ে নতুন করে বলে দেয়ার কিছু নেই। কোন অনুষ্ঠান ৮টায় শুরু হবে বলা হলে সবাই বিনাবাক্যে বুঝে যায় তা ১০টার আগে শুরু হবেনা। আর বন্ধুকে ২ মিনিট বা ৫ মিনিটের কথা বলে ঘন্টার পর ঘন্টা না দাঁড় করিয়ে রাখলে সেটা আবার কেমন বন্ধুত্ব! সেখানে আপনি সময়মত পৌঁছে গেলে বিষয়টা কেমন না?

via GIPHY

 

২. আপনি ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকেও মাথা দুলিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনেন

জ্যাম শহরবাসীর জীবনে এমন এক অভিশাপ যেটাকে জাদুটোনা করেও এড়ানো সম্ভব নয়। সেখানে জ্যামে বসে থাকা বিভীষিকাময় সময়টুকু আপনি যদি উপভোগ করা শুরু করেন তবে আপনার কি মনে হয় আপনি সাধারণ কেউ?

via GIPHY

 

৩. আপনি অ্যানিভারসারি, গার্লফ্রেন্ডের জন্মদিন এমনকি তার পোষা প্রাণীর জন্মদিনও কখনো ভুলেন না

শত পাপের মাফ পাওয়া যায় কিন্তু বিশেষ দিনের কথা যদি ভুলে যান তবে সম্পর্কের বারোটা। বিশেষ দিন উপলক্ষে উপহার কিনার বদলে দৌড়াতে হয় ‘সরি’ লিখা কার্ড কিনতে। আর যদি এই ঝক্কি আপনার জীবনে অচেনা হয় তাহলে হ্যাঁ আপনাকেই খোঁজা হচ্ছে।

via GIPHY

 

৪. ফেসবুকে চেক ইন বা কোন প্রকার জানান না দিয়ে আপনি বন্ধু বা প্রিয়জনের সাথে ট্যুরে যান

মানুষ যেখানে ছাদের উপর পানির টাঙ্কিতে উঠে ১০খানা ছবি দেয়, বাসার বাইরে ফুচকা খেতে গিয়ে চেক ইন দেয় আর ঘুমানোর আগে বেডরুমে শুয়েবসে লাইভে আসে, সে জায়গায় আপনি যদি ট্যুরে গিয়ে অজস্র ছবি আর সকাল-বিকাল চেক ইন দিয়ে আপনার চিল বা রিল্যাক্স করার কথা জাতিকে না জানান তবে বলুন আপনি কি এই গ্রহেই থাকেন?

via GIPHY

 

৫. আপনি বিয়ের অনুষ্ঠান কিংবা রেস্টুরেন্টে পোলাও-বিরিয়ানি খাওয়ার জন্য ‘স্পুন’ খোঁজেন

বাঙ্গালি ভাত জাতীয় খাবার খাওয়ার জন্য হাত ব্যবহার করবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেকে দেখা যায় বাইরে কোথাও খেতে বসলে বার্গার, পিজ্জা খাওয়ার সময় খাবার আসতে না আসতেই ঝাঁপিয়ে পড়ে আধোয়া হাত দিয়ে ধরে খাওয়া শুরু করলেও পোলাও-বিরিয়ানি খাওয়ার জন্য তাদের চামচ লাগে। আপনি কি এমন কেউ?

via GIPHY

 

৬. আপনি পরীক্ষার আগে কখনোই বলেন না ‘আমি কিছু পারিনা’, ‘আমি এবার ফেইল করব’

ছাত্রজীবনে পরীক্ষা দাঁতের নিচে পড়া এলাচের মতই বিরক্তিকর। পরীক্ষার আগে ভাল ছাত্র থেকে শুরু করে সারা বছর পিছনের বেঞ্চে বসে খাতায় কাটাকাটি খেলা ছাত্র পর্যন্ত সবাই তাদের আশেপাশের মানুষকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করে তারা কিছুই পারেনা, কিছুই পড়েনি। আপনি যদি এমন কেউ না হয়ে থাকেন তবে আপনি কি কোন সাধারণ ছাত্র?

via GIPHY

 

৭. আপনি সেফুদা কিংবা মেরিন সিটি মেগা শপিং কমপ্লেক্সের সাথে পরিচিত নন

বাংলাদেশে থাকেন অথচ এই দুই বিষয় সম্পর্কে আপনি এখনো অজ্ঞাত?

via GIPHY

 

তাহলে ধরে নিন আপনি ভাগ্যবান/ভাগ্যবতী কিংবা…জ্বী হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আপনি একজন সুপারহিউম্যান। 😛

What do you think?

Written by Nuzhat Nabilah

আগের জন্মে বেড়াল ছিলাম, এই জন্মে গোল্ড ফিশ

যে আরো ৮টি কারণে কুদ্দুসের বাংলাদেশকে নিয়ে গর্ব করা উচিত !!!

হুমায়ুন আহমেদের “দেবী” থেকে…