আমাদের পরিবার বা সমাজ সংস্কৃতিতে এমন কিছু ব্যাপার রয়েছে, যেগুলো আমরা আজীবন সঠিক হিসেবে মেনে আসলেও, এগুলো মোটেও সঠিক নয়। তাই আজকের তালিকায় থাকছে তেমন কিছু ব্যাপার। নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতে পারেন।
১. স্কুল, পাড়া, আত্মীয়, এমনকি নিজের ভাইবোনদের মাঝেও ছোটকাল থেকেই কম্পিটিশনের প্রবণতা তৈরি করা
via GIPHY
২. কোন ভুল করলেই সেটা শুধরে না দিয়ে, শাস্তিস্বরূপ উল্টো মারধর করা
via GIPHY
৩. বড়রা ভুল করলেও বড়দের সেটা বলা যাবে না, এমন একটা অদ্ভুত নিয়ম করে রাখা
via GIPHY
৪. জাতি হিসেবে নিজেরাই নিজেদের ছোট করে দেখা
via GIPHY
৫. কাউকে কথা দিয়ে আঘাত করে পরে সেটাকে ফাজলামির নাম দিয়ে চালিয়ে দেয়া
via GIPHY
৬. বিদেশি জিনিস মানেই এর মান ভাল, এটা মনে প্রানে বিশ্বাস করা
via GIPHY
৭. প্রতিবেশী বা আত্নীয়দের সামনেই সন্তানদের ভুলগুলো নিয়ে কথা বলা
via GIPHY
৮. জীবনে সুখী হওয়া মানেই অনেক টাকার মালিক হয়ে বড়লোক হওয়া