in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা সবাই যে ১০টি অভিজ্ঞতা রিলেট করতে পারবে

বর্তমানে যৌথ পরিবার ব্যাপারটা একদম বিলুপ্তপ্রায় প্রাণীর মত হয়ে গেলেও, আমাদের মধ্যে অনেকেই এমন পরিবারে বড় হয়েছি। আর যারা এমন পরিবেশে বেড়ে উঠেছে, তারাই জানে বাংলাদেশি একান্নবর্তী পরিবারগুলো কতবেশি ড্রামায় পরিপূর্ণ। চলুন তাহলে আজকের তালিকা থেকে জেনে নেয়া যাক তার কিছু ছিটেফোঁটা।

১. প্রতিমাসেই কারো না কারো জন্মদিন থাকবেই

via GIPHY

 

২. শুক্রবার দুপুরে খাবার টেবিলে একধরনের উৎসব চলে

via GIPHY

 

৩. চাচাতো ভাইবোনরাই হয় বেস্ট ফ্রেন্ড

via GIPHY

 

৪. অ্যাডজাস্টমেন্টের আসল মানে, কেবল যৌথ পরিবারে থাকলেই টের পাওয়া যায়

via GIPHY

 

৫. পরিবারের সবাই একসাথে কোথাও ঘুরতে যাওয়া সত্যিই অনেক আনন্দের

via GIPHY

 

৬. এমন ফ্যামিলিতে থাকলে মনোপলি, ক্যারাম এমন সকল বোর্ড গেমে আপনি একদম প্রো। কারণ এসব করেই সময় কাটে!

via GIPHY

 

৭. যেকোন খেলার জন্য বাইরের থেকে খেলোয়াড় সোর্স করতে হয় না, কারণ বাসাতেই ভুঁড়ি ভুঁড়ি খেলোয়াড় থাকে

via GIPHY

 

৮. কাজিনদের সাথে রেজাল্ট নিয়েও একটা ইঁদুর দৌড়ে নামতে হয় ছোটকাল থেকেই

via GIPHY

 

৯. “একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও” এই ডায়লগটার যথার্থ ব্যবহার কেবল যৌথ পরিবারেই হয়

via GIPHY

 

১০. তবে যত বড় ঝামেলাই আসুক, সবাই মিলে একসাথে তা সমাধানও করা যায়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

এই ১২টি চার্টে মিলিয়ে নিন বাংলাদেশিদের অদ্ভুত যত কান্ড

করোনার এই পরিস্থিতিতে ‘Work From Home’ এর যে ১০টি ব্যাপার বেশ রিলেটেবল