in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

যেসব কারণে যাদের জীবনে বড় বোন আছে, তারা একটু বেশিই লাকি

মা না হয়েও তারা অনেকটা মায়ের মতো করেই আগলে রাখে, অনেক বিষয় নিয়ে গ্যাঞ্জাম লেগে থাকলেও যেকোনো বিপদে তাদের মত করে ব্যাকআপ আর কেউ দিতে পারে না। জীবনে বড়বোন থাকা মানে অনেক সমস্যার বাই ডিফল্ট সমাধান হয়ে যাওয়া, আজ জেনে নিন জীবনে একজন বড়বোন থাকলে কি কি এক্সট্রা সুবিধা পাওয়া যায়

১. অনেক সময়ই মায়ের মত ব্যাকআপ বড়বোন ছাড়া আর কেউ দিতে পারে না

via GIPHY

 

২. তারা হয় জীবনের প্রথম বেস্টফ্রেন্ড, অনেক কিছুই তাদের কাছে প্রথম শেখা যায়

via GIPHY

 

৩. প্রেমের মত বিষয়গুলো পরিবারে তাদের কাছেই সবচেয়ে নির্ভয়ে বলা যায়

via GIPHY

 

৪. যেকোনো পরিস্থিতিতেই তাদের পাশে পাওয়া যায়

via GIPHY

 

৫. ছোট ভাই-বোনের যেকোনো অর্জন তাদেরকে নিজের অর্জনের থেকেও বেশি খুশি করে দেয়

via GIPHY

 

৬. যেকোনো ভুল তারাই প্রথম ধরিয়ে ঠিক করে দেয়

via GIPHY

 

৭. ছোট থাকা অবস্থায় নিজের অনেক কু-কর্মের দায়ভার তাদের উপর চাপিয়ে বাঁচা যায়

via GIPHY

 

৮. পকেট খালি থাকলে, আর কেউ না বুঝলেও তারা ঠিকই বুঝে যায়

via GIPHY

 

৯. বোনের বিয়ের পর দুলাভাইয়ের কাছেও নানান জিনিসের আবদার করা যায়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

প্রতিটি বাংলাদেশি ছেলেকেই যে বিব্রতকর পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে হয়

ফ্রেন্ডদের কাছে যে মিথ্যাগুলো শুনে আমরা সবাই অভ্যস্ত