in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

ভাষা আন্দোলন, পুরান ঢাকা এবং কাদের সর্দার-একটি অজানা গল্প

বায়ান্নর যে সময়টায় সমগ্র দেশ ভাষার অধিকারের দাবিতে উত্তাল। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে চারিদিকে যখন বিক্ষোভ সমাবেশে দেশের পরিস্থিতি উত্তপ্ত সে সময়টায় পুরান ঢাকার অধিবাসীরা ছিলো এক প্রকার নির্বিকার। আর উর্দুভাষীরা তো রীতিমত নেয় সহিংস অবস্থান, কখনো ছাত্রদের সাথে তাদের চলে ধাওয়া পালটা ধাওয়া আবার কখনো মেডিক্যালে ছাত্রদের অস্থায়ী আবাসে হামলা করে বসে তারা। এ অবস্থায় পুরান ঢাকার সহযোগিতা খুবই প্রয়োজন ছিলো ছাত্রনেতাদের। আর পুরান ঢাকাবাসীর সাথে ছাত্রদের সম্পর্ক খুব যে খারাপ ছিলো তা কিন্তু নয়। লজিং থাকার কারনে পুরান ঢাকাবাসীর সাথে একপ্রকার সখ্যতা গড়ে উঠেছিলো তাদের। আর এর সুত্র ধরেই তারা যায় পুরান ঢাকার সর্দারদের সর্দার কাদের সর্দারের কাছে আর তার সাথে আলোচনার ফলশ্রুতিতেই পুরান ঢাকাবাসীর একপ্রকার পরোক্ষ সহযোগিতা নিশ্চিত হয়ে যায় তাদের। এমনকি শহীদ মিনার তৈরির পুরো সিমেন্টের জোগান দিয়েছিলেন পিয়ারু সর্দার। এমন না জানা আরো অনেক পুরান ঢাকাবাসী ভাষা আন্দোলনে এনেছিলো নতুন এক শক্তি। আজ শ্রদ্ধা জানাই সেসব নাম না জানা মানুষদের-

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

বাংলাদেশ সম্পর্কিত ১০টি অবাক করা তথ্য যা নিশ্চিত আপনি জানেন না

প্রতিনিয়ত বাংলা ভাষাকে অবহেলা করে যাওয়ার ১০টি দুঃখজনক উদাহরণ