in ,

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

আপনার ভোটেই LEGO বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে আমাদের জাতীয় সংসদ ভবন

সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ময়কর স্থাপত্যের তালিকায় আমাদের জাতীয় সংসদ ভবন অন্যতম। তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে। এরপর ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে এর নির্মাণ কাজ বন্ধ থাকে এবং পরবর্তীতে ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই. কানের নকশায় নির্মিত এই ভবনটির গুরুত্ব এবং সৌন্দর্য বাংলাদেশিদের কাছে নতুন করে তুলে ধরার কিছু নেই। কিন্তু যা প্রয়োজন তা হলো, পৃথিবীবাসীর কাছে এই স্থাপত্যকে নতুন করে প্রতিটি ক্ষেত্রে পরিচয় করিয়ে দেয়া। বিশেষ করে আগামী প্রজন্মের কাছে। কারণ স্থাপত্য শিল্পের সাথে জড়িত ব্যক্তি ছাড়াও এর গুরুত্ব জনসাধারণের কাছে নিয়ে আসা উচিত। তবেই এর হাত ধরে আমাদের দেশের নামও ছড়িয়ে যাবে বিভিন্ন জাতির কাছে। সম্প্রতি মার্কিন শিক্ষাবিদ এবং বাংলাদেশি গৃহবধূ জুডিথা একটি পদক্ষেপ হাতে নিয়েছেন। যেখানে তিনি লেগো দুনিয়ায় মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে এই স্থাপত্যটিকে তুলে ধরতে চান। তবে এর জন্য প্রয়োজন মাত্র ১০,০০০ ভোট, তবেই বাংলাদেশের সংসদের বাক্সভর্তি লেগো বিশ্বব্যাপী বিক্রয় করবে ওয়ালমার্ট ও আমাজানের মতো প্রতিষ্ঠানগুলো! তাই সবাইকে বলছি সম্ভব হলে ভোট দিন এবং নিজেদের স্থাপত্যকে সারা বিশ্বের সামনে নিয়ে আসুন। 

ভোট দিতে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন –

১. প্রথমে এই লিংকে ক্লিক করুন – http://bit.ly/VoteForNationalParliamentHouse

২. ল্যান্ডিং পেইজের ডানদিকে Sign In তারপর CREATE ACCOUNT বাটনে ক্লিক করুন

৩. আপনার বয়স প্রদান করলেই Create User Account ফর্ম পাওয়া যাবে। যথাযথ তথ্য দিয়ে NEXT বাটনে ক্লিক করলে আপনার ইমেইলে একটি কোড নম্বর চলে যাবে

৪. কোড নম্বরটি “Activate code” অপশনে প্রদান করুন

৫. পছন্দ মতো একটি Display Name দিয়ে Agree বাটনে ক্লিক করলেই আপনি ভোট দেয়ার জন্যে একদম তৈরী।

৬. ঝটপট ডানে Support অপশনে ক্লিক করলেই আপনার ভোট দেয়া হয়ে যাবে

লেগোর এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন – 

ভিডিও এবং প্রচ্ছদ ছবি : প্রথম আলো

 

What do you think?

Leave a Reply

যে ১০টি বিষয় জানা না থাকলে লেগুনায় চড়া আপনার জন্য ১০০% হারাম!

এই আজব নামকরণগুলো শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব