in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

বাঙালির মন জয় করতে Otilia আরো যে ৭টি কাজ করতে পারতো

বাঙালির মন জয় করা খুব কঠিন নয়, স্পেশালি যদি কেউ অন্য কোনো দেশের বাসিন্দা হয়ে থাকে। ওটিলিয়া- এর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা খাটে। সে শাড়ি পরে ছবি তুলে, রিক্সায় ঘুরার ভিডিও করে ইতোমধ্যে তরুণ তরুণীদের কাছে সুইটহার্ট হয়ে গিয়েছে। তবে সে আরো যে যে কাজ করতে পারতো তা নিয়েই আজকের আয়োজন।

১. নিজের গানের পাশাপাশি মমতাজের “বুকটা ফাইট্টা যায়” গানটি গাইতে পারতো

via GIPHY

 

২. পদ্মা সেতুর উপর গিয়ে ছবি তুলে বা টিকটক বানিয়ে আপলোড করতে পারতো

via GIPHY

 

৩. কেকা ফেরদৌসীর সাথে নুডলস বানানোর রান্নার অনুষ্ঠানে আসতে পারতো

via GIPHY

 

৪. “ইত্যাদি”-তে শাড়ি পরে কোনো বিখ্যাত নাটকের বাংলা সংলাপ বলতে পারতো

via GIPHY

 

৫. অনন্ত জলিল এবং বর্ষার সাথে ব্রেকফাস্টে অরেঞ্জ জ্যুস খাওয়ার ছবি আপলোড করতে পারতো

via GIPHY

 

৬. “ব্যাচেলর পয়েন্ট” নাটকের লেটেস্ট এপিসোডে ক্যামিও হিসেবে থাকতে পারতো

via GIPHY

 

৭.কোনো সাক্ষাৎকার নেওয়া হলে সেখানে নিজের একাডেমিক সফলতা নিয়ে কথা বলতে পারতো

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: পছন্দের পানীয় সিলেক্ট করুন, আর আমরা বলে দিবো জ্যাম থেকে বাঁচতে আপনার কি করা উচিত

Quiz: পছন্দের রঙের শেড বেছে জেনে নিন আপনার জন্য কেমন বাড়ি একদম পারফেক্ট হবে