ব্রেকিং নিউজ !!! আমাদের নিজস্ব প্রতিনিধিদের সংবাদ সুত্রে পাওয়া গেছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গরুর হাটে দেখা মিলছে বিশ্বখ্যাত সব সুপার হিরোদের। আমাদের স্থানীয় প্রতিনিধিরা এ বিষয়ে আরও খোজ নিয়ে জানতে পেরেছে যে, এদের প্রত্যেকেই ছোট বেলা থেকে স্বপ্ন দেখতো একদিন তারা বড় হয়ে নিজেই কুরবানীর গরু কিনতে হাটে যাবে এবং কুরবানী দিবে। অর্থাৎ এদের সুপার হিরো হওয়ার মূল উদ্দেশ্য ছিলো এটাই। আর এই প্রথমবারের মতো তা সফল হতে যাচ্ছে। তাই আসুন পর্যাপ্ত পরিমান SHARE দিয়ে জনগণের কাছে তাদের সুখবরটি পৌঁছে দিয়ে এই সুপার হিরো ভাইদের স্বপ্ন পুরনে অংশীদার হই।
১. “ভাই থামেন!” গরুর দাম বলতে বলতে ক্লান্ত Ironman

২. গত ঈদে গরুর ঢুঁশ খেয়ে এবার খুব সাবধান Spiderman

৩. অনেক খুঁজে মনের মতো গরু পেলেন Hulk

৪. ১ নাম্বার তো মিললোইনা, শেষে ৩ নাম্বার গরু নিয়েই ফিরতে হলো Thor কে

৫. কোরবানির মহড়াটা সেরে ফেললেন Deadpool

৬. এক জোড়া গরু কিনলেন Captain America

৭. নিরাপদে গরু বাসায় পৌঁছে দিচ্ছেন Wolverin

৮. এত্তগুলা গরু সামলানোর দায়িত্ব পেলেন Batman

৯. গরুর দাম শুনে ভোটকে গেলেন Antman

১০. গরু কিনে ছবি তোলার জন্য পোজ দিলেন Superman






