পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় আমরা জাতিগতভাবে একটু এলোমেলো। তাই আমাদের এলোমেলো কাজগুলো খুঁজে পেতে খুব কষ্ট করতে হয়না, কারণ আমাদের বেশিরভাগ কাজেই রয়েছে এমন এলোমেলো চিন্তার ছাপ। চারপাশে শুধু অনিয়ম আর অনিয়ম। যার ফলে আমাদের দেশে অসঙ্গতির যেন শেষ নেই। অথচ একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কতগুলো দিন কেটে গেল। যেখানে কথা ছিল আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলবো, সেখানে এখনো আমাদের দেশের প্রতিটি জায়গায় অনিময়ের আখড়া। মাঝে মাঝে খুব আফসোস হয়, আমাদের নিজেদের কথা ভেবে, দেশটার কথা ভেবে।
১. রাজনীতি এনেছে বিভক্তি সন্ত্রাসবাদ করেছে একত্রিত

২. One way রাস্তাপার হতে হলেও দুই দিকেই তাকাতে হয়

৩. সবার অনেক তাড়া কিন্তু কেউই সময়মত পৌঁছায় না

৪. যারা কথায় কথায় ধর্মগ্রন্থ নিয়ে বিবাদ করে তারা হয়তো কখনোই এই গ্রন্থগুলো ভালোভাবে পড়েই দেখেনি

৫. আমরা কখনোই যোগ্য প্রার্থীকে ভোট দেইনা, বরং বেছে নেই তুলনামূলক কম অযোগ্য প্রার্থীকে

৬. পিয়ন হতে হলে ৮ম শ্রেণী পাশ হতে হয়, অথচ দেশ চালাতে কোনো শিক্ষাগতযোগ্যতা না থাকলেও চলে

৭. আমরা যে জুতো পরি তা বিক্রি হয় এয়ারকন্ডিশনড শো-রুমে অথচ যা খাই তা বিক্রি হয় ফুটপাতে

৮. মেয়েদেরকে পরিবারের লক্ষী হিসেবে ধরা হয় আবার একই সাথে বোঝা হিসেবেও মনে করা হয়







