in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

দেখুনতো এই মানুষগুলোকে কখনো কি একবারও THANK YOU বলেছেন ?

যে মানুষটি আপনার বাসা কিংবা অফিসকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে, বা যেই লোকটা আপনি অফিসে ঢোকার আগেই আপনার আগেরদিনের এলোমেলো কাগজপত্রগুলো গুছিয়ে রেখেছে এবং অফিস টাইমের অনেক ছোট ছোট কাজগুলো করে দিচ্ছে, শুধুমাত্র কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে তাকে কি কখনো বলেছেন “ধন্যবাদ”?

 

১. প্রতি মুহূর্তে যিনি আপনার নিরাপত্তা নিশ্চিত করছেন।

 

২. সারাদিন যিনি নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন।

 

৩. সারাদিন যিনি রোদে পুড়ে ট্রাফিক সামলাচ্ছেন।

 

৪. প্রতিটি দিন যিনি আপনার হাতে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন।

 

৫. সারাদিন যিনি এক টেবিল থেকে অন্য টেবিলে ছুটে বেড়াচ্ছেন।

 

৬. দিন রাত পরিশ্রম করে যিনি বাসার প্রায় সব কাজ করছেন।

 

৭. প্রতিদিন যিনি আপনার নিত্যপণ্যের চাহিদা মেটাচ্ছেন।

 

৮. প্রত্যেকটি অফিস ডে-তে যিনি আপনাকে সাহায্য করে যাচ্ছেন।

 

৯. যে কোন ভ্রমণে যিনি আপনার ভারী বোঝা বহন করছেন।

 

১০. দরোজায় দরোজায় যিনি দরকারী জিনিস পৌঁছে দিচ্ছেন।

What do you think?

বাংলাদেশীদের অদ্ভুত লজিক নাকি অদ্ভুত লজিকের বাংলাদেশী?

সবার পছন্দ একই হবে না এটাই স্বাভাবিক। আপনার পছন্দ কি কি?