রাস্তায় চলাফেরা করবেন কিন্তু এই গল্পগুলো শুনবেনা, তা হবেনা ! তা হবেনা !! I.T – প্রতিদিন হাজারো মানুষের ব্যস্ততার মধ্যে দিয়ে রাস্তাঘাটে জন্ম নেয় কত না গল্প! অথচ একটু খেয়াল করলেই যে বিষয়টা আপনার নজরে আসবে তা হলো- এই গল্পগুলোর রয়েছে কিছু পরিচিত কথা-বার্তা। তাই বুঝতেই পারছেন! এই কমন কথাগুলো এড়ানোর কোনো উপায় নেই আমাদের। মানে- আপনি রাস্তায় বের হলেন অথচ এসব কথার একটিও না শুনে ঘরে ফেরত আসলেন, তা সম্ভব নয়। কথাগুলো যেভাবেই হোক আপনার কান পর্যন্ত আসবেই।
১. ভাই আগুন হবে?

২. মামা ২০ টাকা বাড়ায়ে দিয়েন

৩. ঐ খালি যাবা?

৪. কি আগুন দাম !

৫. চাপাবাজি কম কর

৬. এই লোকজন দেখছে !

৭. মামা একটা চা দেন

৮. দাম কমান নইলে গেলাম

৯. গেটের সামনে ভীড় করবেননা

১০. আর ভালো লাগে না বস !


১১. ভাই ভাংতি হবে ?

১২. হ্যালো

১৩. আজ – কালকার ছেলে – মেয়ে গুলি…







