জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা হেরে যাই। দেশকে দোষ দেই, সমাজকে দোষ দেই। ভুলে যাই আমরাই তো দেশ, আমরাই তো সমাজ! কিন্তু মনে পড়ে কি? কত কষ্টে আমরা আমাদের দেশকে স্বাধীন দেশে পরিণত করেছিলাম? খুব কি সহজ ছিল সে যুদ্ধ? নিশ্চই না! অনেক ত্যাগের বিনিময়ে এই আকাশে উঠেছিল বিজয়ের সূর্য। অথচ দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর হতে চলেছে। তবুও কেন যেন মনে হয় এখনো আমাদের দেশে এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু ভুলে গেলে চলবেনা যে, দেশ ও জাতিকে ঠিক করতে হলে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে শুধরে নিতে হবে। তাহলেই একদিন আমাদের অর্জিত বিজয় পাবে তার যথার্থ সম্মান। তাই আসুন, এবারের বিজয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে শপথ গ্রহণ করি।
#১
#২
#৩
#৪
#৫
#৬
#৭
#৮
#৯
#১০