in ,

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত সুন্দর নকশার যত মুদ্রা/নোট

প্রাচীন যুগে আমাদের সমাজে ছিল বিনিময় প্রথার প্রচলন। এই প্রথায় যেকোনো পণ্যের প্রয়োজন মেটাতে অন্য কোন পণ্যের সাথে বিনিময় করতে হতো। যেমন ধরুন- কেউ যদি মনে করে তার একটি গবাদি পশু প্রয়োজন তাহলে তাকে হয়তো অন্য কোন পণ্যের বিনিময়ে তা গ্রহণ করতে হতো। কিন্তু এরপর বিভিন্ন স্থানে শুরু হলো বিভিন্ন ধাতু দ্বারা তৈরী মুদ্রার বিনিময়ে পণ্যের আদান-প্রদান। আর এভাবেই সারা দুনিয়ায় শুরু হয়ে গেল মুদ্রার প্রচলন। তবে শুরুর দিকের মুদ্রাগুলো বিভিন্ন ধাতুর তৈরী গোলাকৃতির হলেও পরবর্তীতে তা কাগজে ছাপা নোটে রূপান্তরিত হতে থাকলো। কিন্তু প্রথম দিকের মুদ্রাগুলো খুব বেশি সৌন্দর্যমন্ডিত ছিল না। তাই পরবর্তীতে এসব মুদ্রায় যোগ হলো নানান রকম নকশার।

সেই ধারাবাহিকতায় আজ পৃথিবীর প্রতিটি দেশেরই রয়েছে নিজস্ব নকশার মুদ্রা। একটু লক্ষ্য করলেই দেখবেন যে বাংলাদেশি নোটগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর নোটগুলোর মাঝে একটি। আশা করি এ ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বিমত নেই। তাহলে চলুন দেখে নেয়া যাক অন্যান্য সুন্দর নোটগুলো কোন কোন দেশের এবং ঠিক কোন কোন নোটগুলো।

 

১. বাংলাদেশ

 

২. কোস্টারিকা

 

. হংকং

 

৪. দঃ আফ্রিকা

 

৫. ফিজি

 

৬. সুরিনাম

 

৭. নিউজিল্যান্ড

 

৮. শ্রীলংকা

 

৯. সামোয়া

 

১০. হল্যান্ড

 

১১. ফ্রান্স

 

১২. ইটালি

 

১৩. পাপুয়া নিউ গিনি

 

১৪. মিশর

 

১৫. নরওয়ে

What do you think?

Leave a Reply

রাস্তায় চলাফেরা করবেন কিন্তু এই গল্পগুলো শুনবেনা, তা হবেনা ! তা হবেনা !!

১০টি খাবার এবং তা গ্রহণের সঠিক সময়, যা আপনার হয়তো অজানা