in

পল্টনের কথিত আন্দোলনে বাংলার এডভেঞ্চার রসিক ওরফে বাংলার বিয়ার গ্রিলস যে ভাইটি ভুলে গেলে চলবেনা

আপনি কি জানেন? নয়া পল্টনে ঐদিনের বিখ্যাত গ্যাঞ্জামের যেকোনো একটি ছবিতে গ্র্যাভিটিকে ভুল প্রমান করে উপরে ভেসে থাকা (জাম্প কেড্স পরিহিত) ভাইটি এখন আর উপরে ভেসে নেই? তিনি এখন ওখান থেকে নেমে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ইতিমধ্যে মহাবিশ্ব ভ্রমণে বেড়িয়ে পড়েছেন? তাই উনাকে খুঁজে পেয়ে সেই অভিজ্ঞতার ব্যাপারে আমরা মুখোমুখি হয়েছিলাম (১০০% কল্পনায়) দেশের একমাত্র এই কৃতি সন্তানের। তবে এমনসব অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভাইটি বলেন- “ঐদিনের গ্যাঞ্জামে গাড়ির উপর জাম্প দেয়ার পর আমি নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিভাকে প্রথমবারের মতন আবিষ্কার করি। হঠাৎ করেই আমি অনুধাবন করি যে, আর দেরি না করে এরকম আরও অনেক কিছু আবিষ্কার করার জন্য দেশের গন্ডি ছাড়িয়ে আমাকে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে হবে। আমি এখন পৃথিবীর সীমানাও পার করে ফেলেছি। আমি বর্তমানে আছি নাসা’র স্পেস স্টেশনে। ইচ্ছা আছে এখান থেকে ইভিএমে এবারের নির্বাচনে অংশগ্রহণ করবো এবং যোগ্য কিংবা অযোগ্য হোক শুধুমাত্র নিজের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করবো। সেই সাথে বউয়ের কাছে এও প্রমিজ করেছি যে নিজ দল নির্বাচিত না হলে এই পিতিবিতে আর ফিরে আসবোনা। কি বলেন ভাই ঠিক বলছি না?

 

#১

 

#২

 

#৩

 

#৪

 

#৫

 

#৬

 

#৭

 

#৮

 

#৯

 

#১০

What do you think?

Leave a Reply

হুমায়ুন আহমেদের বিভিন্ন বইয়ের ১০টি মজার উৎসর্গ লিপি

এদেশে কালো মেয়েদেরকে যে কথাগুলোর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়