বিয়ের অনুষ্ঠানে গেছেন, কিন্তু কোনটা বৌ আর কোনটা বৌ এর বান্ধবী আপনি পুরাই Confused। কারণ একেকজন যেই হারে মেকআপ করে আসছে তাতে বৌ চেনা মুশকিল! বাংলাদেশী বিয়ের অনুষ্ঠানগুলোতে আসলে এরকম আরও নানান ধরণের চরিত্রে ভরপুর থাকে। দেখা যায় কেউ কেউ আসছেই শুধু অন্যের বদনাম করতে কারণ এদের আসলে খেয়ে দেয়ে কোনো কাজ নেই। সত্যি বলতে, এদের কারণে যেমন পুরো অনুষ্ঠানটাই বিরক্তিকর মনে হয় তেমনি এদের ছাড়াও বিয়ের অনুষ্ঠানগুলো কেমন যেন পানসে মনে হয়।
১.খাইদাই পার্টি

২. পাপী খাদক

৩. গসিপ কন্যা

৪. মেকাপ কুইন

৫. খুঁত খুতে আঙ্কেল

৬. গুটিবাজ আন্টি

৭. বিচ্ছু পোলাপান

৮. টাংকিবাজ

৯. ক্রেজি ড্যান্সার

১০. প্রোফাইল পিকচারওয়ালী

১১. ম্যাচমেকার আন্টি






