৯০ এর দশকের সাথে যাদের শৈশব জড়িত শুধুমাত্র তারাই খুব কাছ থেকে বিশ্বায়নের সবচেয়ে বড় পার্থক্যগুলো দেখেছেন। যেমন ধরা যাক, তারা চিঠিতেও খবর পাঠিয়েছেন আবার এখন ভিডিও কলেও খোঁজ নিচ্ছেন বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-স্বজনের। বলা যায়, এই বিশ্বায়নের যুগে এমন অনেক কিছুই হারিয়ে গেছে তাদের জীবন থেকে। অথচ এখনো শৈশবের স্পষ্ট স্মৃতি গুলো মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই আর্টিকেলটি তাদের জন্য যারা শৈশবের স্মৃতিতে একটু ঢুঁ মেরে আসতে চান। চলুন ফিরে যাই সেইসব সোনালী দিনগুলিতে-
১. ক্যারাম
২. ব্রিক গেম
৩. লজেন্স
৪. লুডো
৫. কমিক বুক
৬. লুকোচুরি খেলা
৭. টায়ার চালানো
৮. বিটিভি