ছোটবেলার সময়টা আসলেই খুব স্পেশাল ছিল। তখন জীবনে তেমন কোন জটিলতাও ছিল না। ছোটখাট কিছু ব্যাপারই যে সেই সময়ে কতটা বেদনাদায়ক ছিল, সেটা চিন্তা করে এখন হাসিই পায়। তাই সেইসব কষ্টকর পরিস্থিতিগুলো নিয়েই আজকের লিস্ট, দেখুন তো নিজের স্মৃতির সাথে মিলে যায় কিনা।
১. বাইরে খেলতে যাওয়ার সময়, যখন বাসার টিউটর এসে হাজির হতো
via GIPHY
২. শপিংমলে হঠাৎ কোন কিছু পছন্দ হয়ে গেলে, যখন হাজার বায়না করার পরেও বাবা-মা কিনে দিতো না
via GIPHY
৩. কোন ফ্যামিলি প্রোগ্রামের সময় পরীক্ষা চলার কারণে, যখন অন্যরা মজা করলেও নিজেকে বইখাতা নিয়ে বসে থাকতে হতো।
via GIPHY
৪. প্রিয় কোনো টিভি শো শুরুর ঠিক আগেই যখন ইলেক্ট্রিসিটি চলে যেত
via GIPHY
৫. স্কুলে না যাওয়ার জন্য হাজার রকম অজুহাত দেখিয়ে আর অসুস্থ হওয়ার ভান করেও যখন পার পাওয়া যেত না
via GIPHY
৬. ঈদে কেনা জামা-কাপড়, যখন কেউ ঈদের আগেই দেখে ফেলতো
via GIPHY
৭. শখের কোন পেন্সিল অথবা ইরেজার যখন হারিয়ে যেত
via GIPHY
৮. আত্নীয়স্ব্জন বা বন্ধুদের বাসায় বেড়াতে গিয়ে যখন খেলার মাঝখানেই বাবা-মায়েরা বাসায় ফিরতে হবে তাই চলে যাওয়ার জন্য ডাকডাকি করতো
via GIPHY
৯. পরীক্ষার জন্য যখন বাসায় ডিশের আর ইন্টারনেটের লাইন কেটে দিত।
via GIPHY
১০. গ্রীষ্মের ছুটিতে যখন বাবা-মা দূরে কোথাও ঘুরতে নিয়ে যেত না।