আপনার যদি প্রায়ই মনে হয় আপনি আপনার চারপাশের মানুষদের চেয়ে কিছুটা আলাদা, বাকিরা আপনাকে ঠিক বুঝতে পারে না আর আপনিও তাদের সাথে তেমন কোন মিল খুঁজে পান না, তাহলে নিচের পয়েন্টগুলোর সাথে আপনি রিলেট করতে পারবেন।
১. নতুন নতুন ট্রেন্ড এর সাথে আপনি ঠিক খাপ খাওয়াতে পারেন না, বরং যেকোনো কিছু ট্রেডিশনাল ভাবে করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
via GIPHY
২. নিজের বয়সী বেশিরভাগ মানুষের সাথেই আপনার তেমন একটা ভাব জমে না
via GIPHY
৩. দুইদিন পর পর নতুন প্রেম আর ব্রেকআপ, এই ব্যাপারগুলো আপনাকে দিয়ে হয় না, বরং এখনো আপনি মনে মনে রূপকথার মত প্রেমে বিশ্বাস করেন
via GIPHY
৪. নামি-দামী রেস্টুরেন্ট থেকে বাসায় মায়ের হাতের বানানো খাবার আপনার কাছে বেশি প্রিয়
via GIPHY
৫. ষাট-সত্তর দশকের মুভিগুলো দেখলে আপনার আফসোস হয় যে আপনি কেন সেই সময়ে জন্ম নিলেন না!
via GIPHY
৬. আপনি একেবারেই শো অফ করতে জানেন না
via GIPHY
৭. আপনি যেকোন সম্পর্কে নিজের স্বার্থ কখনোই দেখেন না
via GIPHY
৮. সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে আপনি খুব একটা আগ্রহবোধ করেন না
via GIPHY
৯. সাম্প্রতিক রিলিজ হওয়া গানের চেয়ে, আপনার কাছে পুরানো দিনের গান শুনতেই বেশি ভালো লাগে
via GIPHY
১০. আশেপাশের মানুষদের দেখে প্রায়ই আপনার নিজেকে খুব একা মনে হয়