ছাত্র জীবনে এসাইনমেন্টের নাম শুনলে যতটা না ভয় লাগতো, তার চেয়েও বেশি ভয় লাগতো গ্রুপ ওয়ার্ক করতে হবে তা শুনলে। গ্রুপ ওয়ার্ক যে কতটা প্যারাদায়ক, তা শুধু যাদের করতে হয় তারাই বুঝবে। গ্রুপমেটদের কাজের মাঝে পল্টি নেয়া, বাধ্য হয়ে কঠিন সব কাজগুলো নিজের ঘাড়েই নিয়ে নেয়া, গ্রুপমেটদের ফালতু ফালতু বাহানা শোনা, আরো কত কি! উপরের ঘটনাগুলোর সাথে কি মিল খুঁজে পাচ্ছেন? তাহলে দেখে নিন প্রতি গ্রুপ ওয়ার্কের অ-আ-ক-খ, ১০টি পয়েন্টে!
১. গ্রুপ ভাগ করার সময় ক্লাসের বাঘা বাঘা স্টুডেন্টের কেউই আপনার গ্রুপে পড়বে না
via GIPHY
২. কাজ শুরু হবার আগেই দুই একজন আপনার সাথে পল্টি নিয়ে নিবে
via GIPHY
৩. কাজ শুরু হলে আপনার গ্রুপমেটরা, কেউই সময়মতো ফোন ধরবে না
via GIPHY
৪. কাজ ভাগাভাগি করার সময় সবাই সহজ কাজগুলো নিয়ে, আপনাকে কঠিন কাজগুলোই দিয়ে দিবে
via GIPHY
৫. এরই মাঝে আপনার প্যানিক মুড শুরু হয়ে যাবে এবং মনে মনে শুধু ভাববেন, এমন গ্রুপমেট কেন আপনার ভাগ্যেই জোটে!
via GIPHY
৬. অবশেষে জমার আগের দিন বহু প্রচেষ্টার পর, আপনি সবাইকে আপনার বাসায় আনতে সক্ষম হবেন
via GIPHY
৭. কিন্তু গ্রুপমেটরা আপনার বাসায় এসে কাজ না করে ঘুম দিবে
via GIPHY
৮. তাদের মধ্যে দুই একজন কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু করে দিবে
via GIPHY
৯. অবশেষে জোড়াতালি দিয়ে কোনোমতে কাজ শেষ হবে
via GIPHY
১০. কিন্তু প্রেসেন্টেশন দিতে দাঁড়িয়ে সবাই এমন ভাবটা নিবে, যেন সব কাজ ওরাই করেছে