in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

বইপোকাদের জীবনে অত্যাবশ্যক যন্ত্রনার ১০টি জলজ্যান্ত নমুনা

বই জিনিসটা সবাই ঠিক বুঝে উঠতে পারে না। কারও কারও কাছে বই মানে শুধু স্কুল-কলেজের বই। আবার অনেকের কাছে ‘বই’ মানে একদমই বিশেষ কিছু, এদের জীবনে বই-ই সব। এমনকি বই পড়ার ব্যাপারে এরা সর্বভুক, প্রতিদিন খুব অল্প করে হলেও বই না পড়লে এদের চলেই না। তাই আজকের তালিকায় থাকছে সেইসব বইপড়ুয়া বা Bookworm-দের প্রতিদিনকার স্ট্রাগলগুলোর গুটিকয়েক নমুনা-

১. বই থেকে কোন সিনেমা বানানো হলে, আপনি সবসময়ই সেই সিনেমা দেখে হতাশ হন

via GIPHY

 

২. বেশি বই পড়ার জন্য বন্ধুদের কাছে আপনি বিদ্যাসাগর বলে পরিচিত

via GIPHY

 

৩. আপনার ফেসবুকে শেয়ার করা পোস্টগুলো, আপনার আশপাশের লোকজন কখনোই বুঝে না

via GIPHY

 

৪. বইমেলা আপনার কাছে এক অন্যরকম স্বর্গের নাম

via GIPHY

 

৫. শপিংয়ে গিয়ে দরকার হলে আপনি একটা জামা কম কিনতে রাজি, কিন্তু বই একটাও কম কিনবেন না

via GIPHY

 

৬. বেশি বেশি পড়ার কারনে, একটু-আধটু ভালো লিখেন আপনি। তাই বন্ধুদের প্রেমপত্র বা প্রেম নিবেদনের কবিতা, আপনাকেই লিখে দিতে হয়

via GIPHY

 

৭. আপনি বই পড়েন, কিন্তু চশমা পড়েন না। এটা আপনার বন্ধুরা কোনভাবেই মেনে নিতে পারেনা।

via GIPHY

 

৮. নতুন বইয়ের ঘ্রাণ, আপনার কাছে কাচ্চির ঘ্রাণের চেয়েও লোভনীয়

via GIPHY

 

৯. ছুটির দিন মানেই- আজ নতুন আরেকটা বই শেষ

via GIPHY

 

১০. “এত গল্পের বই পড়ে কি হবে? কি লাভ? হবেটা কি?” এই ধরণের ডায়লগ আপনি জীবনে অনেকবার শুনেছেন

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: বেছে নেয়া বুফে আইটেমই বলে দিবে, জীবনে কবে আসবে Soulmate

সোনামুখী সুঁইয়ে সুতা পরানোর ট্রেনিং নিতে ইউরোপ গেলো ৭ সদস্যের একটি দল