সারাদিন তো আমাদের মাথার ভেতর কত কিছুই ঘুরপাক খায়। কিন্তু কিছু কিছু ভাবনা এতই অদ্ভুত যে, এগুলো কোত্থেকে, কিভাবে, কেন আমাদের মাথায় আসে, তার কোনো হদিস খুঁজে পাই না আমরা। তাই আজকের তালিকা থেকে দেখে নিন এমন কিছু অদ্ভুতুড়ে ভাবনা
১. কোনো ব্যাপারে কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ আপনার মনে হয়, সবাই আপনার কথায় বিরক্ত হচ্ছে এবং কেউ আপনার কথা শুনতে চাচ্ছে না
via GIPHY
২. কেউ কোনো প্রশ্ন করার পর পুরোটা ঠিকঠাক শুনেও, আপনি কোনো এক অদ্ভুত কারণে “কি?” বলে উঠেন
via GIPHY
৩. রাতে এলার্ম দিয়ে ঘুমাতে যাওয়ার সময় মনে মনে হিসেব করতে থাকেন, কতক্ষনের মধ্যে ঘুমিয়ে পড়লে, ঠিক কতক্ষণ ঘুমাতে পারবেন
via GIPHY
৪. সকালে এলার্ম বন্ধ করার পরও আপনি মনে করেন, আর মাত্র ৫ মিনিট ঘুমিয়েই উঠে পরবেন, যা আসলে কোনোদিনই সম্ভব নয়
via GIPHY
৫. উঁচু জায়গায় বা খোলা জানালার পাশে দাঁড়িয়ে হঠাৎ করে হাতে থাকা মোবাইল অথবা কোনো দামি জিনিস আপনার ছুড়ে মারতে ইচ্ছা করে
via GIPHY
৬. কখনো কখনো নিজেকেও ছুড়ে মারতে ইচ্ছা করে
via GIPHY
৭. হাসতে গিয়ে মাঝে মাঝে আপনার মনে হয়, আপনার হাসি দেখতে অনেক বাজে
via GIPHY
৮. পরীক্ষার সময় আত্মবিশ্বাস এত কমে যায় যে ৭+৮=১৫, সেটাও ক্যালকুলেটরে না দেখলে বিশ্বাস হয় না
via GIPHY
৯. আপনার মনে হয় ২০০০ সাল থেকে ১৯৮০ সাল অনেক আগে, কিন্তু আজ থেকে ২০০০ সাল খুব বেশি একটা আগে না
via GIPHY
১০. “আচ্ছা, আমি যদি নিজের মুখে নিজেই একটা ঘুষি মেরে ব্যথা পাই, তাহলে কি আমি অনেক শক্তিশালী নাকি অনেক দূর্বল?”