মাঝে মাঝেই আমরা এমন কিছু সিচুয়েশনে পড়ি যে অন্যদের প্রতি বিশ্বাস টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। প্রতিদিনকার ছোট ছোট ঘটনাতেই এই ব্যাপারগুলো বেশি লক্ষ্য করা যায়। দেখুন তো নিচের সিচুয়েশনগুলো আপনাকেও ফেইস করতে হয়েছে কি না!
১. সবসময় “ফোন সাইলেন্ট ছিল” এক্সকিউজ দেওয়া বন্ধুর ফোনে যখন রিংটোন বেজে উঠে
via GIPHY
২. যখন কেউ তার সাথে অন্য কারো চ্যাটিং এর স্ক্রিনশট আমাকে দেখিয়ে ভালোমন্দ বলে
via GIPHY
৩. ৫ মিনিট আগে বিচিং করে যখন কেউ বলে “থাক, যার যার পার্সোনাল ব্যাপার আমাদের কি?”
via GIPHY
৪. বছরের পর বছর প্রেম করে যারা আত্মীয়-স্বজনের পছন্দ মতো ধুপ-ধাপ অ্যারেন্জড ম্যারেজ করে ফেলে
via GIPHY
৫. গ্রূপ প্রজেক্টে সামান্যতম কন্ট্রিবিউশন না করেও নির্লজ্জের মতো যখন কেউ ক্রেডিট নিতে থাকে
via GIPHY
৬. যখন কেউ বারবার “দোস্ত, বিশ্বাস কর” বলতে থাকে
via GIPHY
৭. আপাতদৃষ্টিতে সারাবছর আমার আপনার মতো লেখাপড়ায় ফাঁকি দেওয়া ফ্রেন্ড যখন এক্সামে টপ করে
via GIPHY
৮. শীতের দিনে পাতলা কাপড় এবং গরমের দিনে মোটা কাপড় পরা লোকজনকে রাস্তায় দেখলে
via GIPHY
৯. কাচ্চি/খিচুড়ি কিংবা কোক/পেপসির মধ্যে একটা বেছে নিতে বললে যখন কেউ কোনো প্রেফারেন্স না দেখায়
via GIPHY
১০.গ্রূপ চ্যাটের টপিক নিয়ে কথা বলতে যখন কেউ নিজেদের মধ্যেই আবার আলাদা আলাদা গ্রূপ চ্যাট ওপেন করে