in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

একজন ভোজনরসিকের স্বভাবে যে ১০টি লক্ষণ থাকবেই থাকবে, কোন মিস নাই

কাল্পনিক কবি বলেছেন “পৃথিবীতে এসেছি খেতে, চলেও যাবো খেতে খেতে”। কারণ খাওয়া দাওয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, পেটে একবেলা খাবার না গেলেই বোঝা যায় খাবারের মর্ম কি। আর যারা আমার মতো ভোজনরসিক, তাদের জন্য ব্যাপারটা যে কতটা আলাদা, তা শুধু তারাই জানে। তেমনি আপনিও যদি আমার মতো কেউ হন, তাহলে এই তালিকাটি আপনার জন্য!

১. আমি সবসময় দুটো জিনিসের ব্যালেন্স চাই, কম ওজন আর বেশি বেশি খাওয়া

via GIPHY

 

২. আমার মুড ভালো করার উপায় একটাই, আমার সামনে আমার প্রিয় খাবার রেখে দেওয়া

via GIPHY

 

৩. আমার মন জিতে নেওয়ার উপায় তিনটি, সেগুলো হচ্ছে – Buy me food, Make me food, Be food

via GIPHY

 

৪. আমার সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ইউটিউবে নিত্যনতুন রেসিপি দেখা, আর সেগুলো এক্সপেরিমেন্ট করা

via GIPHY

 

৫. ইন্টারনেট থেকে যেদিন খাবার ডাউনলোড করা যাবে, সেদিনটা হবে আমার জন্য সবচেয়ে খুশির দিন

via GIPHY

 

৬. খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি Sharing is Caring এই নীতিতে একদম বিশ্বাস করি না

via GIPHY

 

৭. আমি কিছুতেই বুঝে পাই না, মানুষ খেতে কি করে ভুলে যায়, আমার তো সারাদিন কাটেই কখন কি খাবো এসব ভেবে ভেবে

via GIPHY

 

৮. আমি অনেক স্বাস্থ্য সচেতন তাই, বিরিয়ানীর সাথে বেশি বেশি সালাদ খাই

via GIPHY

 

৯. আমি একটু ভোজনরসিক বলে মানুষজন খোঁচা দিলেও, আমার তাতে কিছু যায় আসে না

via GIPHY

 

১০. আমি মনে করি,  বিরিয়ানী, পিজ্জা, কাবাব এসব খেতে না পারার দুঃখের কাছে প্রথম ব্রেকাপ হওয়ার দুঃখও কিছু না

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

অতি পরিচিত এই ৮ ধরণের স্বপ্ন আপনি জীবনে একবার হলেও দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার লোকের ভয়েই এলিয়েনরা পৃথিবীতে আসছে না বলে দাবি নাসার