তৈলশিল্প অদ্ভুত দারুণ এক শিল্প, পৃথিবীর সকল ধরনের শিল্প এর কাছে তুচ্ছ। কোন এক অখ্যাত ব্যক্তি বলেছেন- “তেলবাজিতে ওস্তাদ যারা আকাশে উড়াল দেয় তারা”। কারণ ঘর থেকে বাহির পুরো দুনিয়া এখন চলে তেলে। “যত বেশি দিবেন তেল, ততই আপনার বাড়বে বেইল” এমন থিওরিতে এখন পুরো দুনিয়া চলে। আর অফিসের বসকে তেল দিতে পারলে তো কথাই নেই। বস যদি হয় তৈলশিল্পের ভক্ত, তবে আজই বসকে তেলে ডুবানোর কিছু কৌশল রপ্ত করে নিন!
১. বুঝুন কিংবা না বুঝুন, বসের সব কথায় হ্যাঁ হ্যাঁ বলুন। উনি যদি বলে গরু আকাশে উড়ে বেড়ায়, তাতেও মাথা ঝাকিয়ে হ্যাঁ হ্যাঁ করুন।
via GIPHY
২. বস সস্তা জোক বললেও অট্টহাসিতে ফাটিয়ে দিন পুরো অফিসের চার দেয়াল, বারবার একই জোক বললেও ঠিক একই পরিমানে হাসার চেষ্টা করুন
via GIPHY
৩. সারাক্ষণ বসের পিছে লেজের মত লেগে থাকুন। এমনকি উনি যখন বাথরুমে যায়, তখনও নিজে বাথরুমে যাওয়ার অজুহাতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকুন
via GIPHY
৪. কথায় কথায় অহেতুক প্রশংসা করুন, যদি পারেন উনার শশুর-শাশুড়ি, ভাই-বোন, খালাতো-মামাতো-ফুফাতো কিংবা উনার শালার বন্ধুর দুলাভাইয়ের চাচাতো ভাইকেও এই সুনামের তালিকায় রাখুন
via GIPHY
৫. বস যতই ক্ষ্যাত হোক না কেন, উনার ফ্যাশন সেন্সের প্রশংসা করুন, পারলে উনার মতো একই রংয়ের জামা কাপড় মিলিয়ে পরারও চেষ্টা করুন
via GIPHY
৬. যেকোনো অজুহাত পেলেই বসকে এটা সেটা গিফট দিন। যেমন ধরেন- আজ অনেক গরম পড়ছে তাই কিছু দিলেন, অথবা আজ রাস্তায় জ্যাম ছিলো না তাই কিছু একটা গিফট করে দিন
via GIPHY
৭. বসের নামে কে কি বলছে, সব দিয়ে বসের কান গরম করুন। এমনকি কেউ যদি বসের সুনামও করে থাকে, ওটাকে পাল্টে দিয়ে দুর্নাম হিসেবে বসের কানে পৌঁছে দিন
via GIPHY
৮. যে যা খুশি ভাবুক, বসকে বলুন উনিই আপনার আইডল। তাই আপনি উনাকে নিয়ে এতই ভাবেন যে, মাঝে মাঝে উনাকে নিয়ে রাতের বেলায় স্বপ্নও দেখেন
via GIPHY
৯. কাজ না করলেও অনেক কাজ করেছেন এমন ভাব নিন। যখনই উনি সামনে আসে ঠিক তখনই তাড়াহুড়া করুন কিংবা এদিক সেদিক ধাক্কা খেয়ে হাতের সবকিছু নিয়ে পড়েও যান দু’একবার
via GIPHY
১০. কিন্তু এসব তখনই করুন যখন আপনার কাজ করার সেই পরিমান যোগ্যতা নেই, নয়তো কাজটাই ঠিকঠাক করুন। ধন্যবাদ!