in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

এই ১২টি ঘটনা আমাদের সাথে ঘটা মানেই ১২টা বেজে যাওয়া, কথা ঠিক কিনা?

কথায় কথায় আমরা অনেক বলি যে বারোটা বেজে গেছে বা অন্যকারো বারোটা বাজিয়ে দিবো। কিন্তু সত্যিকার অর্থে নিজের বারোটা বাজার আগে এমন কিছু মুহুর্ত আছে, যা আমাদের সর্বনাশের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এরকম ১২টি ঘটনা নিয়েই আমাদের আজকের তালিকা।

১. বাপের বাইক বা গাড়ি নিয়ে শো অফ করতে গিয়ে, কিছু একটা ভেঙ্গে ফেলা

via GIPHY

 

২. বাসে বা ট্রেনে অনেক্ষণ দাড়িয়ে থাকার পর, সামান্য অমনোযোগী হওয়ার কারণে টার্গেট করা সিট অন্য যাত্রী দ্বারা দখল হয়ে যাওয়া

via GIPHY

 

৩. ছাদে শুকাতে দেওয়ার সময় পরিষ্কার কাপড় নিচে পড়ে যাওয়া

via GIPHY

 

৪. রাগ করে রাতের খাবার স্কিপ করার পর, মাঝরাতে উঠে রান্নাঘর বা ফ্রিজে কোনো খাবার না পাওয়া

via GIPHY

 

৫. ক্লাসে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ লেকচারের সময় অন্যমনস্ক হয়ে বা ঘুমিয়ে সেটা মিস করে ফেলা

via GIPHY

 

৬. সযত্নে লুকিয়ে রাখা কম নম্বর পাওয়া পরীক্ষার খাতা বা রেজাল্ট কার্ড, ছোট ভাই-বোনদের দ্বারা আবিষ্কৃত হওয়া

via GIPHY

 

৭. কোন দাওয়াত বা অনুষ্ঠানে কিউট বাচ্চাকে আদর করতে গিয়ে কোলে নেয়ার পর, পুরো সময় তাকে কোলে নিয়ে থাকার দায়িত্ব পাওয়া

via GIPHY

 

৮. বন্ধুদের সাথে রেস্টুরেন্টে ভরপেট খাওয়ার পর, বিল দেওয়ার সময় ভাব নিয়ে বিল দিতে চেয়ে, বিল দিতে বাধ্য হওয়া

via GIPHY

 

৯. লুঙ্গি পরে ঘুমানোর পর, ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে না পাওয়া

via GIPHY

 

১০. ক্রাশের কাছে নিজেকে জাহির করতে গিয়ে তার পছন্দের বিষয় নিয়ে দুর্নাম করে ফেলা

via GIPHY

 

১১. ভুলে কিছু রেখে এসে, তা সিঁড়ি বেয়ে ৬/৭ তলা উঠার পর টের পাওয়া

via GIPHY

 

১২. বাস থেকে বের হওয়ার ঠিক আগমুহূর্তে হাগু ধরা

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

রকেটের গতিতে বিকাশিত সালামি নিয়ে ১০টি নগদ মিমস

যে ৬টি কষ্ট কেবল প্রতি ঈদের ছুটিতে ট্যুর দেওয়া পাবলিকরাই বুঝবে