প্রতি সার্কেলেই একজন Non smoker থাকেন। যিনি সিগারেট না খেয়েও সিগারেটখোর বন্ধুদের জন্য সমান ক্ষতির ভাগীদার হন। তাই আপনিও যদি আপনাদের সার্কেলে একমাত্র Non smoker হয়ে থাকেন, তবে আজকের পয়েন্টগুলো একদম আপনার অভিজ্ঞতার সাথে মিলে যাবে!
১. বন্ধুরা ইচ্ছা করে আপনার মুখে ধোঁয়া ছাড়ে
via GIPHY
২. সিগারেট না খাওয়ার জন্য বন্ধুরা আপনাকে শিশু হিসেবে গণ্য করে
via GIPHY
৩. সবাই যখন সিগারেট খেতে যায়, জোর করে আপনাকে চকলেট খাওয়ায়
via GIPHY
৪. নতুন কারো সাথে পরিচয় হলে সিগারেট অফার করার পর যখন না করেন, তখন আপনি এবং সে, দুইজনই অপ্রস্তুত হয়ে যান
via GIPHY
৫. আপনাকে গ্রুপের স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গণ্য করা হয়
via GIPHY
৬. সবাই যখন সিগারেট নিয়ে ধরা খাওয়ার গল্প বলে, তখন আপনার বলার মত কোন গল্প থাকে না
via GIPHY
৭. কোন পার্টি বা গেট টুগেদারে আপনি যখন সব চেইন স্মোকারদের পাল্লায় পড়েন, তখন জীবনটাকে হতাশার মনে হয়
via GIPHY
৮. আপনার প্রিয় গান বিটিভির “সিগারেট থেকে শুরু”
via GIPHY
৯. আপনি কখনো বুঝেই উঠতে পারেন না মানুষ সিগারেট কেন খায়!
via GIPHY
১০. সিগারেট না খেয়েও বন্ধুদের জন্য আপনি একজন passive smoker হয়ে উঠেন
via GIPHY
১১. আপনি কখনোই সিগারেট খাননি শুনে, কারো কারো চোখ মাঝে মধ্যে ছানাবড়া হয়ে যায়
via GIPHY
১২. “আরে একটান দে কি হইবো” এমন কথা শুনতে শুনতে আপনি অভ্যস্ত