সোস্যাল মিডিয়াতে আমরা কাউকে ভালো না লাগলে কি করি আনফ্রেন্ড করে দেই, আর যদি বিষয়টা এমন হয় তাকে আনফ্রেন্ড করা যাচ্ছে না তখন কি করি আনফলো করে দেই, তাই না? কিন্তু বাস্তব জীবনেও আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে, যাদের নিজের জীবন থেকে পুরোপুরি বাদ না দেওয়া গেলেও আনফলো করে দেওয়া উচিত। আজ তাই জেনে নিন, ঠিক কি ধরনের মানুষদের এখনই আপনার জীবন থেকে আনফলো করে দেওয়া উচিত।
১. শুধুমাত্র দরকারে আপনাকে মনে পড়ে যাদের: এই ধরনের মানুষদের সহজ কথায় বলা হয় “খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ” টাইপ লোকজন। দরকার ছাড়া কোনদিন এদের দেখা পাবেন না।
via GIPHY
২. নিজেকে অত্যাধিক কুল-ডুড ভাবা পাবলিক: অমন না হলেও এরা নিজেরাই নিজেদের খুব কুল ড্যুড টাইপ পাবলিক ভাবে এবং নিজের ওভার কনফিডেন্সের জন্য ধরাও খেয়ে যায়। সেন্স অফ হিউমার খুব ভালো না হলেও খুব সারকাস্টিক মুডে থাকতে চান এনারা
via GIPHY
৩. ড্রামা কুইন/কিং: জীবন যতটা বোরিংই হোক না কেন, তবুও এদের থেকে দূরে থাকবেন। সব কিছুতে ড্রামা করা এবং ওভাররিয়্যাক্ট করা এসব লোকজন প্যারা ছাড়া আর কিছুই দিতে পারবে না আপনাকে
via GIPHY
৪. লাস্ট মোমেন্টে প্ল্যান ক্যানসেল করা লোকজন: লাস্ট মোমেন্টে কোন প্ল্যান ক্যানসেল করে দেওয়ার মত পাপ বোধহয় আর কিছু নেই। আর হুদাই এই কাজ যারা করে তাদের থেকে দূরে থাকাই ভাল
via GIPHY
৫. যারা আপনাকে “হিংসে, হিংসে, হিংসে” করে: এরা আপনাকে সেফুদা ভাবে, তাই আপনার কাছে থেকেও এরা গোপনে গোপনে আপনাকে ঠিকই হিংসে করে। বন্ধুবান্ধব হয়েও আপনার সাথে কম্পিটিশনের মুডে থাকে এসব লোকজন
via GIPHY
৬. ঘাড়ত্যাড়া, মানে যারা ভাবে তারা নিজেরাই সবকিছুতে ঠিক: এই ধরনের পাবলিকদের সাথে তর্ক করাই আপনার জন্য পন্ডশ্রম, কোনভাবেই এদের নিজের ভুল ধরানোর মত সুপারপাওয়ার আপনার নেই। কারণ এরা ধরেই নেয়, সব কিছুতে এরা ঠিক।
via GIPHY
৭. ইমোশোনাল ফুল: সবকিছুতেই আবেগী হয়ে যাওয়াটাও যে একধরনের আর্ট, এটা আপনি এই ধরনের মানুষদের সাথে না মিশলে কোনদিনই বুঝবেন না
via GIPHY
৮. মুখে মধু অন্তরে বিষ: সামনে খুব ভালো কিন্তু সারাদিন আপনার সাথে চললেও পিছনে আপনার নামে অন্যদের কাছে গীবত করে এনারা এক প্রকার আত্মিক সুখ পান
via GIPHY
৯. স্টোরি টেলার: সারাদিন রাজ্যের গসিপ জমা থাকে এদের কাছে, যা কখনোই শেষ হয় না, অন্যের দোষ খুঁজে বেড়ানোই এদের একমাত্র কাজ
via GIPHY
১০. ওভারলি এগ্রেসিভ পিপল: সহজ কথায় যাকে বলে রগচটা, কথা নাই বার্তা নাই ধুপধাপ রেগে যাওয়া লোকজন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন
via GIPHY
১১. চোখ উল্টানো লোকজন: এই ধরনের মানুষজন আপনার থেকে উপকার নিবে এবং সেটার জন্য কোন কৃতজ্ঞতাবোধ প্রকাশ করবে না। এমন অপাত্রে মুক্ত দান না করে, জীবন থেকে বিদায় করে দিন
via GIPHY
১২. সবজান্তা শমসের: দুনিয়ার এহেন কিছু নেই এরা জানেন না। এমন সবজান্তা শমসেররা জানুক বা না জানুক, মাঝেমধ্যে নিজের ভয়ংকর অল্পবিদ্যা দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে