in

ভাল্লাগসেভাল্লাগসে

২০২১-এর যে ৮টি শিক্ষা আশা করি ২০২২ -এও কাজে দিবে

বিগত বছরের অভিজ্ঞতা আমাদের নতুন বছরের জন্য প্রস্তুত করে। এই অভিজ্ঞতা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। কিন্তু সামনের দিনগুলো আরেকটু ভালোভাবে কাটানোর জন্য, অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নেওয়ার বিকল্প নেই। ২০২১ সালেও আমাদের এরকম কমন কিছু শিক্ষা হয়েছে, যা ২০২২ এসে কাজে না লাগাতে পারলে পুরাই লস!

১. নিজের এবং আপনজনের সুস্থতার উপর আসলে আর কিছু হয় না

via GIPHY

 

২. সময়মত ঘুম, খাওয়া-দাওয়া এবং এক্সারসাইজ করার গুরুত্ব “অপরিসীম”

via GIPHY

 

৩. মানুষের প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কখনোই কার্পণ্য করা উচিত না

via GIPHY

 

৪. বড় কিছু করার জন্য সঠিক সুযোগের অপেক্ষায় বসে থেকে আর সময় নষ্ট না করা

via GIPHY

 

৫. সময়ের পাশাপাশি অবকাশেরও সদ্ব্যবহার করা

via GIPHY

 

৬. নিজেকে অন্য কারো সাথে তুলনা করে হতাশ না হওয়া

via GIPHY

 

৭. নিজেকে মিথ্যা আশ্বাস না দেওয়া। বাস্তববাদী হওয়ার চেষ্টা করা

via GIPHY

 

৮. একা থেকে নিজের কোম্পানি এনজয় করার মানসিকতা রাখা খুবই দরকার

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন ঠিক কোন কারণে আপনার মন খারাপ থাকে

Quiz: কুইজ খেলে জেনে নিন বিয়ের পর কোন কাজটি আপনাকে দিয়ে হবে না