in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

ভালোবাসা দিবসের পরের দিনে পালন করার মতো ৬টি অল্টারনেট দিবস

এক “ভালোবাসা দিবস” পালন করতে করতে বা অন্যেদের এই দিবস পালন করা দেখতে দেখতে অনেকেই বোরড হয়ে যাই। আমরা দেখতে চাই নতুন ধরণের দিবস। তাই ভালোবাসা দিবসের পরের দিন পালন করার মতো ছয়টি অল্টারনেট দিবস নিয়েই আজকের আয়োজন।

১. “ভালোলাগা দিবস” – এমন অনেক মানুষ আছে যাদেরকে আমাদের ভালো লাগে কিন্তু তা শুধু ওই পর্যন্তই। এই ভালোলাগা কখনো পরিণতি পায়ও না, অনেকে কোনো পরিণতি এক্সপেক্টও করে না। এই দিবসটি হবে এরকম মানুষদের জন্যে

via GIPHY

 

২. “ভালো লাগে না দিবস” – এমন অনেক মানুষই আছে যাদের কাজকর্ম বা চরিত্রের জন্য তাদেরকে আমাদের ভালো লাগে না। কাউকে ভালো লাগার যেমন স্বাধীনতা আছে তেমনি ভালো না লাগার স্বাধীনতাও থাকা উচিত। আর এটাই সবাই সেলিব্রেট করবে এই দিবসে

via GIPHY

 

৩. “সেলফ লাভ দিবস” – এইদিনে সবাইকে নিজেকে ভালোবাসবে। নিজেকে গিফট করবে, যা-ই করবে নিজের খুশির জন্য করবে, আশেপাশের কারো কথা না ভেবে। এইদিনে ২৪ ঘন্টাই narcissist কথাবার্তা বা কাজ করা লিগ্যাল থাকবে।

via GIPHY

 

৪. “ভালো হয়ে যাওয়া দিবস” – এই দিবসে সবাই একদিনের জন্যে হলেও তার “Best Self” হয়ে থাকার চেষ্টা করবে। সব আলসেমি কুঁড়েমি বা ভণ্ডামি বাদ দিয়ে সে ভালো হয়ে যাবে এবং ২৪ ঘন্টা এই অবস্থায় থাকবে।

via GIPHY

 

৫. “ভালো আছি, ভালো থেকো দিবস” – এই দিন সব এক্স একজন আরেকজনের সাথে দেখা করবে বা ম্যাসেজ/ইমেইল বিনিময় করবে। তারা প্রত্যেকে ব্রেকাপের পর ভালো থাকার গল্পগুলো তাদের যার যার এক্সকে বলবে এবং সে যেন সামনের দিনগুলোতে ভালো থাকে সেটিও কামনা করবে

via GIPHY

 

৬. “ভাগ্য ভালো দিবস” – এইদিন সবাই অল্পের জন্যে যেসব ভুল সিদ্ধান্ত নেয়নি সেই বিষয়গুলো সেলিব্রেট করবে। ওই সিদ্ধান্তটা নিলে হয়তো তার লাইফ উলটপালট হয়ে যেতে পারতো। তাই এই ভাগ্য ভালো দিবসে সবাই সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করবে।

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ৮টি সেইরকম রিলেটেবল মিম

Quiz: জেনে নিন আপনার সত্যিকারের রিলেশনশিপ স্ট্যাটাস কি