in

মাইরালামাইরালা

যে ৬টি কারণে মিথুন রাশির মানুষদের সাথে প্রেম না করাই ভালো

এখন চলছে মিথুন রাশির সিজন। এই রাশির মানুষেরা বেশ প্রাণ-চঞ্চল আর হার্ড ওয়ার্কিং হয়ে থাকে। তাই সহজেই এরা অন্যদের নজর কাড়তে জানে, তবে এদের সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর বেলায় কিছুটা সাবধান থাকাই ভালো

১. এরা যথেষ্ট আত্মকেন্দ্রিক স্বভাবের হয়ে থাকে, যার কারণে অনেক সময়ই নিজের পার্টনারের প্রতি তেমন কেয়ারিং হয় না

via GIPHY

 

২. এদের প্রচুর মুড সুইং হয়, আর বেশিরভাগ সময়ই নিজের মন-মর্জি মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে, অপরজনের কথা চিন্তা করে না

via GIPHY

 

৩. এরা সাধারণত অন্যদের কন্ট্রোল করতে পছন্দ করে, তাই argument হলেও অপরজনের যুক্তি ঠিকভাবে শুনে না অথবা মানতে চায় না

via GIPHY

 

৪. নিজের ইমোশনকে একটু বেশিই কভার করে রাখে, যার ফলে রিলেশনশিপে ঝামেলা বাঁধে

via GIPHY

 

৫. নিজে যা চায় সেটা করার জন্য অনেক সময় এরা কিছুটা manipulate করে থাকে

via GIPHY

 

৬. এই রাশির মানুষদের মধ্যে ডাবল পার্সোনালিটি লক্ষ্য করা যায়, যেটা রিলেশনশিপের ক্ষেত্রেও ঝামেলার সৃষ্টি করে

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যেসব কারণে সবাই “Thor: Love and Thunder”- এর নতুন ট্রেইলার বারবার দেখছে

যে বাস্তব শিক্ষাগুলো জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে সবারই জেনে রাখা দরকার