করোনার ভয়া বহতা থেকে বেঁচে থাকার জন্য এখন সবাইকে বাসায় থাকতে বলছেন বিশেষজ্ঞরা। এতে ইন্ট্রোভার্টদেরকে অনেকে ইঙ্গিত করে বলে যাচ্ছে যে সেল্ফ- কোয়ারেন্টিন ওদের কাছে কোন ব্যাপারই হবে না। কারণ জীবনের বেশিরভাগ সময় তারা বলতে গেলে ওভাবেই কাটিয়ে দিয়েছে। কিন্তু আসলেই কি তাদের জন্য কোয়ারেন্টাইন এতো সহজ?
১. সেল্ফ-কোয়ারেন্টিনে থাকা মানে, বাসায় ইন্ট্রোভার্টদের পার্সোনাল স্পেসে পরিবারের অন্য সদস্যদের হানা
via GIPHY
২. দিনের যেকোনো সময়, হুট করেই পড়াশোনা, চাকরি, বিয়ে, সন্তান ইত্যাদি নিয়ে অন্যদের মনে থাকা অসংখ্য প্রশ্নের তোপের মুখে পড়া
via GIPHY
৩. ভালো শ্রোতা হওয়ায়, অনিচ্ছা সত্বেও অনেক আলাপ-আলোচনার অংশ হয়ে ফেঁসে যাওয়া
via GIPHY
৪. যদিও সবাই জানে আপনি ইন্ট্রোভার্ট, তবুও কেউ না কেউ কিছুক্ষন পর পর এসে খোঁচাবে- “এটা কেন করছো না, এভাবে বসে কেন আছো, কথা বলো” ইত্যাদি ইত্যাদি
via GIPHY
৫. কাছে-দূরের আত্মীয়স্বজনের ফোন করে আজাইরা খোঁজ খবর নেয়ার খেলাখেলিতে গুটি হওয়া
via GIPHY
৬. চেনা-অচেনা মানুষজনের অনলাইনে/ অফলাইনে অতিরিক্ত এটেনশন শুরু হয়ে যাওয়া
via GIPHY
৭. নিজের স্পেশ্যাল গুন গুলো নিয়ে অন্যেদের সমালোচনা সহ্য করা