গতকাল মধ্যরাতে ঘড়ির কাটা যখন ৩ এর একটু এদিক সেদিক ঠিক তখনই “থিওরি অফ চুপি চুপি বলো কেউ জেনে যাবে” পদ্ধতি অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সারাদিনব্যাপী অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। নির্বাচনে নুরু মিয়া ভিপি হিসেবে নির্বাচিত হয়ে সকলের মুখে মেরে দিয়েছেন তালা কিন্তু তার বিরোধী পক্ষের মুখে শুধু একটাই কথা – ধুর শালা! ধুর শালা! অয় ক্যামনে নির্বাচিত হয়?!
এদিকে নুরু মিয়ার এই ঐতিহাসিক বিজয়ের খবর ফেসবুকে পেয়ে 7 ওয়ান্ডারস ফাউন্ডেশনের সভাপতি আশ্চর্য বানু তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “নুরু মিয়ার এই ঐতিহাসিক বিজয়ে আমরা চমকিত, অভিভূত এবং আবেগে আপ্লুত। নুরু মিয়ার এমন বিজয় নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক অন্যন্য মিটারফলক।” নুরু মিয়ার এই অর্জন পৃথিবীর অষ্টমাশ্চর্য হওয়ার দাবিদার। ভিপি নির্বাচিত হওয়ার পর “গালি গালি মে কোন হ্যা নুরু শালা চোর হ্যা” স্লোগান দিয়ে তার বিরোধীপক্ষের লোকজন মিছিল বের করে। তাদের একজনের সাথে আমাদের প্রতিনিধি কথা বলতে গেলে প্রথমে আমাদের প্রতিনিধি তারা কষায়া থাবর দিয়া বলেন “চুপ থাকো বেয়াদপ আমি দুঃখে বাচিনা সারাবছর সহমত সহমত বইলা চিল্লায়া দৌড়াইলাম উত্তর মেরু থেইক্কা দক্ষিন মেরু আর এখন মাঝখান দিয়া ভিপি হইলো কোনহানকার কোন নুরু?”
পরে তাকে টিএসসির পনির চায়ের লোভ দেখালে তিনি রাজি হন এবং পনির চা খেতে খেতে আমাদের জানান যে “ভোটারদের কষ্ট আমরা বুঝি ভাই লাইনে দাড়ায়া ভোট দিতে যে কষ্ট তাই আমরা রাতেই সব ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখসিলাম। কিন্তু কোন একটা কুচক্রি মহল সকাল সকাল এইসব বের করে আমাদের সব খাটা-খাটনি একদম বালিসাৎ করে দেয়।” এমন সময় আমাদের প্রতিনিধি মালবোরো এডভান্স সিগারেট অফার করলে তিনি জানান না তিনি হলিউড খাবেন।
নির্বাচিত হওয়ার পর নুরু মিয়ার অনুভুতি কেমন তা জানার জন্য আমাদের সোহরাওয়ারদী উদ্যান প্রতিনিধি তার কাছে গেলে তিনি প্রথমে আমাদের প্রতিনিধিকে চা সিঙ্গারা এবং চপ অফার করেন। খাওয়া দাওয়ার পর তার কাছে তার অনুভূতি জানতে চাওয়ার আগেই তিনি চিৎকার করে বলেন “প্রহশনের নির্বাচন মানিনা!” আমাদের প্রতিনিধি যখন তাকে জানান “ভাই, আপনি তো জিতসেন আপনি ভিপি হইসেন”। তখন তিনি বলেন “কন কি ক্যামনে জিতলাম, আমার দলের লোকেরা তো হাজারখানেক মিম বানায়া রাখসে এগুলার এখন কি হবে” পড়ে যখন উনাকে আমাদের প্রতিনিধি গুগল করে দেখায় তখন তিনি বিশ্বাস করেন এবং আমাদের প্রতিনিধিকে আবার জোর করে চা সিঙ্গারা চপ খাওয়ান। এ পর্যায়ে উনার এক অনুসারী এসে উনাকে জানান যে উনার জোট থেকে শুধু উনিই নির্বাচিত হয়েছেন তখন তিনি আবার উত্তেজিত হয়ে পড়েন এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকেন “ভিপি পদ ছাড়া বাকি সব পদের আবার নির্বাচন চাই! প্রহসন মানিনা” কিন্তু এমন সময় তাকে অভিনন্দন জানাতে বিরোধীপক্ষের জনৈক সহমত ভাই এলে তিনি উঠে দাঁড়িয়ে তার সাথে হাসিমুখে কোলাকুলি করেন। সহমত ভাই এসে যখন উনাকে বলেন- “আপনাকে আমরা ভিপি হিসাবে মেনে নিলাম” তখন তিনি হাসিমুখে জানান “সহমত ভাই” তবে অষ্টমাশ্চর্যের অংশ হতে পেড়ে তিনি যারপরনাই খুশি ছিলেন।
একদম শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদের সংগঠনের অছাত্র সভাপতি মাননীয় বিসির কাছে পরবর্তীতে ডাকসু নিয়ে কি ভাবনা জানতে গেলে তিনি আমাদের ভাড়া করা প্রতিনিধিদের জানান “দেখুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বরেকর্ডের ভাগীদার বানাতে চাই। এতদিন তো দশ টাকায় চা, চপ, সিঙ্গারা পাওয়া যেত। আমি ডাকসু নতুন কমিটির সাথে আলাপ আলোচনা করে চেষ্টা করবো এই দাম যাতে পাঁচ টাকায় নামিয়ে আনা যায়। ধন্যবাদ আবার আসবেন।”
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।