in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

হোম কোয়ারেন্টিনের আগের ও হোম কোয়ারেন্টিন সময়কার প্রেমের ৮টি পার্থক্য

করোনার জন্য থমকে গেছে পুরো পৃথিবী। ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে সব, মানুষজন বের হওয়া বন্ধ করে দিচ্ছে, কিন্তু বের হওয়া বন্ধ করে দিলেও প্রেম কি আর বন্ধ করে দেওয়া যায়? করোনার এই প্রকোপেও চলছে আমাদের প্রেম, শুধু পাল্টে গেছে প্রেম করার ধরন। আজ তাই কোয়ারেন্টিন কালীন দিনগুলোতে কেমন চলছে আমাদের প্রেম তা-ই জানাবো!

১. আগে রেস্টুরেন্টে এক সাথে খেতাম, এখন ভিডিও কলে ক্যান্ডেল লাইট ডিনার করি

via GIPHY

 

২. আগে দিনে চৌদ্দবার বাবু খাইসো বলতাম, এখন বাবু হাত ধুইসো বলি

via GIPHY

 

৩. আগে প্রেমিকাকে ইম্প্রেস করার জন্য রাস্তায় হাটুগেড়ে ফুল দিতাম, এখন লাইভে এসে ছন্দ কবিতা বলি

via GIPHY

 

৪. আগে একসাথে দুই তিনটা প্রেম চালানো একটু কষ্ট ছিলো খরচও বেশি হতো, এখন দুই তিনটা আলাদা ফেসবুক একাউন্ট লাগে এই আর কি!!

via GIPHY

 

৫. আগে প্রিয় গান ছিলো “চলোনা ঘুরে আসি অজানাতে”, আর এখন প্রিয় গান “মন শুধু মন ছুয়েছে”

via GIPHY

 

৬. আগে বাবুকে চকলেট গিফট করতাম, এখন মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার গিফট করি

via GIPHY

 

৭. আগে ডেটে লেট করে যাওয়ার জন্য ঝাড়ি খেতাম, এখন লেট রিপ্লাইয়ের জন্য ঝাড়ি খাই

via GIPHY

 

৮. আগে একসাথে সিনেমা দেখতে যেতাম, এখন এক সিনেমাই যে যার বাসায় বসে দেখি

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: ৫টি উত্তরে জেনে নিন হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় আপনার কি করা উচিত

যে ১০টি কারণে পরিবারের মানুষেরা আমাদের জীবনে খুবই স্পেশাল