in ,

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

যে ৮টি কারণে যারা স্পয়লার দেয়, তারা মানুষ হিসেবে বেশি সুবিধার না

পছন্দের কোন মুভি অথবা জনপ্রিয় কোন সিরিজের নতুন সিজন নিয়ে আপনি যখন খুব এক্সাইটেড থাকেন, আর কেউ এসে একটা স্পয়লার দিয়ে মজাটা নষ্ট করে দেয় তখন কেমন লাগে? যারা এভাবে স্পয়লার দিয়ে বেড়ায় তারা যে আসলে মানুষ হিসেবে কেমন সেটা নিয়েই আজকের লিস্ট।

১. এরা কি আসলেই নিজের ভালোলাগা থেকে মুভি/সিরিজ দেখে, নাকি অন্যদের স্পয়লার দেয়ার জন্য দেখে সেটা বুঝা বেশ মুশকিল

via GIPHY

 

২. এসব মানুষ অন্যদের সুখ আনন্দ নষ্ট করেই মজা পায়, আর এজন্যই স্পয়লার দেয় বলে এদের মতিগতি বোঝা দায়

via GIPHY

 

৩. এদের জীবনে ইন্টারটেইনমেন্ট এর এতটাই অভাব যে স্পয়লার দিয়ে একটু আনন্দ খোঁজার চেষ্টা করে

via GIPHY

 

৪. এরা শো-অফ করতে বেশ পছন্দ করে, তাই স্পয়লার দিয়ে অযথাই সবাইকে বুঝাতে চায় যে তারাও এই বিষয়টা জানে!

via GIPHY

 

৫. অনেকেই ব্যস্ততার কারণে পছন্দের মুভি বা সিরিজ বের হওয়ার সাথে সাথে দেখতে পারে না, আর এ জাতীয় মানুষেরা এই সুযোগ নিয়ে তাদের স্পয়লার দিয়ে দিবে বলে ব্ল্যাকমেলও করে!

via GIPHY

 

৬. এমনকি কাছের বন্ধুদেরও স্পয়লার দিয়ে বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খেলতেও এরা পিছপা হয় না

via GIPHY

 

৭. অনেকে মুভি/সিরিজ ঠিকমত না দেখেই সোশ্যাল মিডিয়ায় স্পয়লার দেখে সেটা অন্যদেরও জানিয়ে দেয়, তাই এদের কোন বিশ্বাস নেই

via GIPHY

 

৮. এদের মধ্যে অনেকেই নিজে কখনো স্পয়লার পেলে খুব রেগে যায়, কিন্তু সুযোগ পেলে অন্যদের স্পয়লার দিয়ে বসে, তাই পল্টি নিতে এদের সময় লাগে না!

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যদি আমাদের পরিচিত এই ১২টি অ্যাপ কথা বলতে পারতো…

যে ৮টি কথা শুনলে চা-খোরদের মাথার তার ছিঁড়ে যায় আর মাথা গরম হয়ে যায়