in ,

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

যে ৮টি কারণে হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ বারবার দেখার মত একটি নাটক

হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ সত্যিই এক অসাধারণ সৃষ্টি। নাটকটির সংলাপ, অভিনয় এবং গল্পশৈলী এতই উপভোগ্য যে আপনি এই নাটক একাধিকবার দেখতে পারবেন। এছাড়াও নাটকটির গল্প পুরোনো সময়ের প্রেক্ষাপটে বানানো হলেও, বর্তমান সময়ে এসেও আপনি তা উপভোগ করতে পারবেন।

১. হুমায়ূন আহমেদের নাটক মানেই মজার ডায়লগ আর অসাধারন হিউমারে ভরপুর। আর তাই এই নাটকটি যেভাবে আপনাকে হাসাবে আর আনন্দ দিবে, তার কোন তুলনাই হয় না!

via GIPHY

 

২. নাটকটির মধ্যে একান্নবর্তী পরিবারের বিভিন্ন মজার দিক এত অদ্ভুত সুন্দরভাবে দেখানো হয়েছে, যা আসলেই অন্যান্য নাটকে পাওয়াই যায় না।

via GIPHY

 

৩. ‘আজ রবিবার’ এর প্রতিটা চরিত্র মজার আর ইউনিক এবং নিঃসন্দেহে সবার অভিনয়ও দুর্দান্ত!

via GIPHY

 

৪. শীলা আহমেদ এবং শাওন, এমন মজার দুই বোনের জুটি- শুধুমাত্র এই নাটকেই দেখা সম্ভব।

via GIPHY

 

৫. ‘আজ রবিবার’ নিয়ে মিমও বানানো হয় প্রচুর, মিমগুলো বুঝতে হলে আর নতুন মিম বানানোর জন্য হলেও, নাটকটা দেখা প্রয়োজন!

via GIPHY

 

৬. নাটকটি নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল, হাসন রাজার গান দর্শকদের কাছে পৌঁছে দেয়া। প্রতিটি পর্বেই এই চমৎকার গানগুলো শুনতেও বেশ ভাল লাগে।

via GIPHY

 

৭. মন খারাপ থাকলে, এই নাটকটি দেখলেই কেমন যেন মন ভালো হয়ে যায়!

via GIPHY

 

৮. ৯০ এর দশকে নির্মিত বলে, নাটকটি দেখলেই সেই সময়ের একটা দারুণ নস্টালজিক ফিল পাওয়া যায়!

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যে ১২টি লক্ষণ শুধুমাত্র ফুচকাপ্রেমীদের মাঝেই পাবেন

এই গরমে যে ৭টি উপায়ে বাবা-মায়ের মাথা আরও গরম করে দিতে পারেন