in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

বাবা মায়ের সাথে টিভি দেখতে গিয়ে যে ৮টি পরিস্থিতিতে পড়তে হয়

বাবা- মায়ের সাথে টিভি দেখতে বসলেই অনেক রকমের ইতস্ততজনক অবস্থার মধ্যে পড়া লাগে। আর এখন তো বাসায় লকডাউন অবস্থায় থাকার কারণে প্রায় অনেককেই এমন পরিস্থিতি সামলাতে হচ্ছে। তাই বাবা মায়ের সাথে টিভি দেখার সময় আমাদের যে অবস্থাগুলোর শিকার হতে হয়, তা নিয়েই আজকের এই তালিকা।

১. না চাইলেও, মায়ের পছন্দের সিরিয়ালগুলো মুখ বুজে সহ্য করতে হয়

via GIPHY

 

২. হঠাৎ করে কোন বডি স্প্রে অথবা কনডমের বিজ্ঞাপন শুরু হয়ে গেলে বেশ লজ্জাকর অবস্থায় পড়তে হয়

via GIPHY

 

৩. অনেক আগ্রহ নিয়ে নিজের পছন্দের কোন মুভি/সিরিজ দেখাতে গেলে, তারা তেমন মজা পান না

via GIPHY

 

৪. কোন মুভি দেখার সময় কিসিং সিন আসলেই, বেশ বিপদে পড়তে হয়!

via GIPHY

 

৫. খেলা দেখার সময় উত্তেজনায় মুখ থেকে ভুলে গালি বের হয়ে যাওয়া মানে, তাদের কটু দৃষ্টির সহ্য করতে হয়

via GIPHY

 

৬. টিভিতে কোন আদর্শ ছেলে/মেয়ের ক্যারেক্টার দেখালে, আপনি কেন তাদের মত হতে পারেন না, তা নিয়ে একটা তুলনা শুরু হয়ে যায়

via GIPHY

 

৭. মিউজিক চ্যানেলগুলোর মিউজিক ভিডিওতে আপত্তিকর দৃশ্য শুরু হলেই, তাড়াহুড়ো করে চ্যানেল পাল্টাতে হয়

via GIPHY

 

৮. অনেক সময় কোন ডাবল মিনিং জোকে আপনি হাসতে থাকলেও, বাবা-মায়েরা ঠিক বুঝতে পারেন না। আবার হাসির কারণ জানতে চাইলে, সেটা ব্যাখ্যা করাও কঠিন হয়ে যায়!

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন ইফতারির কোন ক্লাসিক শরবতটি আপনি!

রমজান মাস নিয়ে রিলেটেবল ৮টি উড়াধুরা মিম