in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

সিঙ্গেল মানুষরা যে ৮টি কথা শুনে ত্যক্ত বিরক্ত

সিঙ্গেলদের জীবন এমনিতেই দুঃখে ভরা, সিঙ্গেল থাকার দুঃখ কস্টের কথা কাউকে তারা বলতে পারে না। এর মাঝে তাদের চারপাশে সবসময়ই এমন কিছু মানুষ থাকে, যারা নিজেদের কথাবার্তা দিয়ে সিঙ্গেল মানুষজনের একাকীত্বের কথা মনে করিয়ে দিয়ে তাদের কাটা গায়ে নুনের ছিটা দেয়। তেমনি আপনিও যদি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে এই তালিকাটি আপনার জন্য-

১. তুমি এত ভালো, অথচ এখনো সিঙ্গেল কিভাবে আছো ?

via GIPHY

 

২. কি শান্তি ভাই তোর, I wish আমিও তোর মত সিঙ্গেল থাকতে পারতাম!

via GIPHY

 

৩. মিথ্যা বলো কেন, আজকালকার যুগে কেউ সিঙ্গেল থাকে নাকি?

via GIPHY

 

৪. ভালো হয়েছে সিঙ্গেল হয়ে গিয়েছিস, ও আসলে তোকে ডিজার্ভ করে না

via GIPHY

 

৫. তোকে তো জাদুঘরে রেখে দেওয়া উচিত, এখনো সিঙ্গেল তুই ! তুই মাল!

via GIPHY

 

৬. তুমি সিঙ্গেল! তাহলে তো মনে হয় সারাদিন Tinder নিয়েই পড়ে থাকো?

via GIPHY

 

৭. এক কাজ করো, এসব প্রেম পিরিতি তোকে দিয়ে হবে না, ডিরেক্ট বিয়ে করে ফেল

via GIPHY

 

৮. কি মামা তুমি না প্রেম করো না, ঐদিন তোমারে কার সাথে দেখলাম

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

চিত্রনায়ক ওমর সানির ফেবু টাইমলাইন থেকে সংগৃহীত ১০টি জীবনমুখী উক্তি

যদি ঘুরতে পছন্দ করেন তবে এই ৯টি মুভি আপনার জন্যে