in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

নেটফ্লিক্সের যে ৮টি আন্ডাররেটেড সিরিজ আপনার আজই শুরু করা উচিত

আমাদের কাজ হলো যখন যেই সিরিজ আমরা পাই, সবারই সেটি নিয়ে লাফাতে থাকা এবং সব বাদ দিয়ে নিয়েই নিয়েই পড়ে থাকা। আমরা কোনো সিরিজ দেখতে গিয়ে চিন্তা করি লোকে এটা দেখছে কিনা। অথচ এসব করতে গিয়ে অনেক ভালো সিরিজ অজানাই রয়ে যায়। তাই এমনই কিছু সিরিজ থাকছে আজকের লিস্টে, যা সব সিরিজপ্রেমীদেরই দেখা উচিত।

#১ Sense8

ঘটনার শুরু হয় যখন পৃথিবীর আট প্রান্তে থাকা আটজন মানুষ একে অন্যের সাথে এক ধরনের সংযোগ অনুভব করে। নিজেদের এই অলৌকিক যোগাযোগ ক্ষমতার রহস্য বের করতে গিয়ে সবার মুখোমুখি হতে হয় মৃত্যুর সাথে। ২০১৫ সালে শুরু হওয়া এই সিরিজটিতে ২টি সিজনে ২৪টি এপিসোড রয়েছে। নেটফ্লিক্সের অরিজিনাল প্রোডাকশনের এই ভালোলাগার মতো সাইন্স ফিকশন ড্রামাতে ৮ জন মানুষের চোখ দিয়ে সুন্দর এক গল্প ফুটে উঠেছে।

 

#২ Ozark

নিজের পরিবারকে বাঁচাতে মেক্সিকান ড্রাগ কার্টেলের সাথে হাত মেলান একজন বাবা। এই একটি লাইন শুনে অনেকেরই মাথায় আসবে ব্রেকিং ব্যাডের কথা। কিন্তু একই রকম প্লট নিয়েও ওজার্ক সিরিজটিতে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গল্প গড়ে উঠেছে। মূলত একটি পরিবারের গল্প হলেও, তাদের আশেপাশের বিভিন্ন মানুষ এবং সেসব মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার ফল দেখা যায় এখানে।

 

#৩ Black Sails

সিরিজটির ৪টি সিজনেই শুরু থেকে শেষ পর্যন্ত নাটকীয়তা, বিশ্বাসঘাতকতা ও অ্যাকশনে পরিপূর্ণ এই গল্পের মূলে রয়েছে ভয়ংকর জলদস্যু ক্যাপ্টেন ফ্লিন্ট। কিছু সত্যিকারের জলদস্যুদের উপর নির্ভর করে বানানো চরিত্রের সাথে কিছু অসাধারণ কাল্পনিক চরিত্র নিয়ে নির্মিত এই কাহিনীতে পুরো সময় দর্শকের আকর্ষণ থাকবে। ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক চাল কিংবা গভীর সমুদ্রে নৌ যুদ্ধ সবই অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন সিরিজটির স্রষ্টারা।

 

#৪ Mindhunter

১৯৭০-৮০ দশকে এফবিআইয়ের বিহ্যাভিয়োরিয়াল সাইন্স ইউনিটের দুইজন এজেন্ট হোল্ডেন ফোর্ড আর বিল টেন্চ। ঐসময়ের অনেক কুখ্যাত সিরিয়াল কিল্যারদের আটক করা আর আটককৃতদের সাক্ষাৎকার নিয়ে তাদের মনস্তত্ত্ব বোঝাই হলো এই দুইজনের কাজ। সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই সিরিজটিতে কোথাও কোথাও সত্যিকার ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন করা হয়েছে। ঠান্ডা মাথার খুনিদের মনস্তত্ত্বকে ঘিরে গড়ে উঠা এই গল্প দর্শককে অবাক করবে।

 

#৫ The Umbrella Academy

১৯৮৯ সালে একদিন হঠাৎ করে ৪৩ জন নবজাতকের জন্ম হয় যাদের কারো মা একদিন আগেও গর্ভবতী ছিলেন না। এদের মধ্যে সাত জনকে খুঁজে বের করে তাদের ভরণপোষণের দায়িত্ব নেন এক ধনী ব্যক্তি, আর এই সাতজনকে নিয়ে গড়ে উঠে আমব্রেলা একাডেমি। সুপারহিরো ঘরানার এই অ্যাকশন ও ডার্ক কমেডিতে ভরপুর সিরিজটি সবার জন্যই উপভোগ্য। গত বছর প্রথম সিজন বের হওয়ার পর এবছর জুলাই মাসে সিরিজটির দ্বিতীয় সিজন বের হচ্ছে।

 

#৬ Better Call Saul

ব্রেকিং ব্যাডের সেই আইনজীবী যে একজন লোককে চেনে যে আরেকজন লোককে চেনে যে আরেকজন লোককে চেনে তার কাহিনী নিয়েই বেটার কল‌ সল। জিমি ম্যাকগিল থেকে সল গুডম্যান হয়ে উঠার এক অনবদ্য গল্প। আর এই গল্পের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের কর্মফল। প্রিক্যুয়াল হিসেবে সবসময় ব্রেকিং ব্যাডের ছায়ায় ঢাকা পরলেও, কাহিনী, অভিনয় বা কারিগরি দিক থেকে, কোনোভাবেই তার উত্তরসূরীর থেকে পিছিয়ে নেই বেটার কল সল।

 

#৭ Designated Survivor

একটি সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রায় পুরো ক্যাবিনেটের মৃত্যুর পর হঠাৎ করে একটি ভঙ্গুর রাষ্ট্রের প্রসিডেন্ট হয়ে যান অখ্যাত ক্যাবিনেট মেম্বার টম কার্কম্যান। নিজের সততার জন্য অনেক বাঁধার সম্মুখীন হলেও, সব প্রতিকূলতার মোকাবেলা করেন শক্ত হাতে। পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তিও অনেক সময় অসহায় অনুভব করেন। কিন্তু শেষ পর্যন্ত সাফল্যে পৌঁছান। অন্যান্য পলিটিক্যাল ড্রামা থেকে আলাদাভাবে একজন সৎ রাজনীতিবিদের গল্প আছে এই সিরিজের তিনটি সিজনে।

 

#৮ Fargo

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ফার্গো সিনেমা থেকে অনুপ্রাণিত একই নামের এই সিরিজটির এখন পর্যন্ত তিনটি সিজন বের হয়েছে। সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন গল্পগুলোর মধ্যে অদ্ভুত মিল হল এই সবগুলো কাহিনীর সাথে সংযোগ রয়েছে ফার্গো নামের একটি জায়গার। অসাধারণ ডায়লগ, স্ক্রিপ্ট ও অভিনয় এই সিরিজটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সিরিজের ভক্তরা অপেক্ষা করছে এবছর নতুন সিজন মুক্তি পাওয়ার।

What do you think?

Leave a Reply

যে ৮টি লক্ষন প্রমাণ করে যে আপনি একজন প্রকৃত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট

Quiz: কুইজে খেলে প্রমান করুন আপনি আসলে কোন লেভেলের ফুড জ্ঞানী!