শীতে জবুথবু হয়ে বন্ধু-বান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে ট্যুরের আনন্দ মাটি করতে চায় না কেউই। আর বাঙালি হিসেবে নিছক শীতকে আমোদ-প্রমোদের মাঝখানে আসতে দেওয়ার তো প্রশ্নই উঠে না। তাই শীতকালীন ট্যুরে যে ৯টি উপায়ে নিজেকে বাঁচাতে পারবেন সেগুলোই একবার দেখে নেওয়া যাক-
১. কাপড়ের লেয়ারে লেয়ারেই আমাদের পরিচয়
via GIPHY
২. আপনার গলা আছে মানে গলায় মাফলার থাকা চাই
via GIPHY
৩. আম্মুর শালের কাছে পশ্চিমা গরম কাপড়ের বেল নাই
via GIPHY
৪. পাহাড়ি বা একটু বেশি ঠান্ডা এলাকায় গেলে তো মানকি টুপি মাস্ট
via GIPHY
৫. সোয়েটার যতই ঢিলে ঢালা হোক না কেন শীত মানলেই হলো
via GIPHY
৬. উলের মোজা সাথে রাখুন, ব্যবহার করুন স্যান্ডেল এর সাথেও
via GIPHY
৭. কয়েকদিনের ট্যুরে গিয়ে এত ঠান্ডার মধ্যে গোসল করার কি আছে?
via GIPHY
৮. কাপড়ে শীত না মানলে পিঠা খেয়ে শীত তাড়াবেন, সিম্পল
via GIPHY
৯. বাস বা এয়ার টিকেট নিতে ভুলে গেলেও সরিষার তেল যেন স্যুটকেসে থাকে