৯০ দশক বর্তমান সময় থেকে অনেকটা আলাদা ছিল। তখন অনেক ধরণের স্ট্রাগলই ছিল যা এখনকার ছেলেমেয়েরা কখনোই টের পাবে না। তাই যাদের জন্ম ৯০ দশকে বা যারা সেই সময়টা পার করে এসেছে, তাদের সেই সকল স্ট্রাগল নিয়েই আমাদের এই তালিকা!
১. মোবাইলে মেসেজ লিখার সময় একই বাটন বারবার প্রেস করতে হতো
via GIPHY
২. বাসার ল্যান্ডফোনে কেউ কথা বললে ইন্টারনেটের লাইন চলে যেত
via GIPHY
৩. মোবাইলের মেসেজ স্টোরেজ ফুল হয়ে গেলে নতুন মেসেজ আসা বন্ধ হয়ে যেত
via GIPHY
৪. ছবি তোলার পর সেটা ওয়াশ করানোর জন্য অপেক্ষা করতে হতো, এমনকি সাথে সাথে কিছুই দেখা যেত না
via GIPHY
৫. গানের ক্যাসেটের ফিতা আটকে গেলে সেটা পেন্সিল দিয়ে অনেক কসরত করে ঠিক করতে হতো
via GIPHY
৬. পছন্দের গান শোনার জন্য ক্যাসেট, সিডি কিনতে হতো, এমনকি আলাদা করে গান রেকর্ডও করাতে হতো
via GIPHY
৭. ল্যান্ডফোনে প্রেম করাটা ছিল অন্যরকম একটা চ্যালেঞ্জ এর মত
via GIPHY
৮. পছন্দের মুভি দেখার জন্য দোকান থেকে ক্যাসেট/সিডি ভাড়া করে এনে দেখতে হতো
via GIPHY
৯. গাড়ির কাচ নামানোর জন্য অনেক শক্তির প্রয়োজন হতো!
via GIPHY
১০. এখনকার বাচ্চাদের মত এত ফ্যাশনেবল কাপড় বাবা-মায়েরা পরাতো না, অদ্ভুত সব পোশাক পরতে হতো!