“সবাই আমরা পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি” হ্যা, নিজের ভেতরে হাজার রকমের সমস্যা খুত নিয়েও আরেকজন কেমন তা নিয়ে খুব সহজেই মন্তব্য করে ফেলি আমরা। কিন্তু আমরা ভেবে দেখিনা যে, এরা কিন্তু কেউ আকাশ থেকে পড়েনি এরা আমাদের সমাজেই আমাদের সাথে বসবাস করে। এই “এরা” হয়তো আপনি হয়তো আমি হয়তো আমরাই। অথচ আমাদের জীবন কত সহজ সরল আর সুন্দর হতো যদি আমরা নিজের দোষ ঢাকতে অন্যকে দোষ দেয়ার অভ্যাস থেকে নিজেদেরকে দূরে রেখে বরং ভাল কাজ করতাম এবং অন্যদেরকে ভাল কাজ করতে উৎসাহ প্রদান করতাম।
#১
#২
#৩
#৪
#৫
#৬
#৭
#৮
#৯
#১০