প্রেম মানে হচ্ছে দুজন মানুষের একজন আরেকজনকে ভালোবাসা, একজন আরেকজনকে বোঝা। তবে এমন শর্তহীন ভালোবাসা সবার মাঝে থাকে না, আর তাছাড়া সবসময় মানুষের মন যে একরকম থাকবে সেটা ভাবাও ভুল। সময়ের ফেরে অনেক সম্পর্কের বাধন একসময় আর আগের মত থাকে না। হয়তো সেই সম্পর্কে সবকিছুই আছে, দুটো মানুষ একসাথে আছে কিন্তু তারপরেও কি যেন নেই। নামে মাত্র এই সম্পর্কগুলো একসময় নিজ থেকেই হারিয়ে যেতে থাকে, চাইলেও বেশিদিন এগুলো নিয়ে এগিয়ে যাওয়া যায় না।
১. সম্পর্কের প্রথম শর্তই হচ্ছে বন্ধুত্ব, আর আপনাদের মাঝে সেটাই এখন নেই
via GIPHY
২. কিছু বলার আগেও দশবার ভেবে চিন্তে বলতে হয়, যা ইচ্ছা বলার স্বাধীনতা এখন আর নেই
via GIPHY
৩. বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এখন আর বিশ্বাস নেই তবে তর্ক করতে করতে বহুদূর চলে যান আপনারা
via GIPHY
৪. কথাবার্তা সেন্সর করে বলতে বলতে নিজেকে এখন সেন্সরবোর্ড মনে হয়
via GIPHY
৫. কোন একটা ঝামেলা হলেই একজন আরেকজনকে দোষারোপ করতে থাকেন
via GIPHY
৬. ভবিষ্যৎ নিয়ে এখন আর কোন কথাবার্তা হয় না নিজেদের মধ্যে
via GIPHY
৭. “ধুর এসব প্রেম টেম বাদ দিয়ে একা থাকবো” এমন চিন্তাভাবনা প্রায়ই মাথায় আসে
via GIPHY
৮. ইমোশনাল এটাচমেন্ট এখন নেই বললেই চলে, উল্টো চান্স পেলেই একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলাটা খুব সাধারণ বিষয় এখন
via GIPHY
৯. নিজের কথাবার্তা খুব একটা এখন আর তার সাথে শেয়ার করতে ইচ্ছা হয় না
via GIPHY
১০. আগে রাগ ভাঙ্গানোর জন্য আকাশের চাঁদ এনে দিতে রাজি থাকলেও, এখন আর এসব দুজনের কেউই পাত্তা দেন না